মেয়েটা আগে ভালোই ছিল : পপির মা | Popi Latest News

মেয়েটা আগে ভালোই ছিল : পপির মা | Popi Latest News


বহুদিন ধরেই ‘নিখোঁজ’ ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। কারো সঙ্গে কোনো যোগাযোগ নেই, নিজেকে নিয়ে গেছেন পুরোপুরি লোকচক্ষুর আড়ালে। 
মাঝে গুঞ্জন ছড়িয়েছিল, বিয়ে ঘরে সংসারী হয়েছেন পপি। বর্তমানে একটি পুত্র সন্তানের মা তিনি। কেউ বলেছেন ঢাকায় আছেন, আবার কেউ বলেছেন খুলনাতে স্বামী-সন্তানকে নিয়ে থাকছেন এই অভিনেত্রী। 

সেসব গুঞ্জনের মাঝেই এবার পাওয়া গেল পপির খোঁজ। তিনি আছেন খুলনায়। বিয়ের খবরের সত্যতাও মিলল। জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন অভিনেত্রী। সেই সংসারে তাদের চার বছরের সন্তানও আছে। 
পপিকে নিয়ে এসব তথ্য প্রকাশ্যে এসেছে সুখকর কোনো সংবাদে নয়, বরং জমি দখলের অভিযোগ উঠেছে অভিনেত্রীর নামে। পৈতৃক সম্পত্তির মালিকানা দাবি নিয়ে বিবাদে জড়িয়েছেন মা-বোনের সঙ্গে।

ফলে পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পপির মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য পপির স্বামী আদনান উদ্দিন কামালসহ কল্লোল মজুমদার, শিপন নামের দুই ব্যক্তিসহ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। সেখানে গিয়ে তারা জমি দখলের চেষ্টা করেন। তাদের বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যেই পপির বাবা জীবিত থাকা অবস্থায় সে নিজের নামে ৫ কাঠা জমি লিখিয়ে নিয়েছেন। ওই সময় নায়ক আলমগীর সাহেব বিষয়টি সুরাহা করে দেন। এখন পপি বাকি ৬ কাঠা জমি দখল নেওয়ার চেষ্টা করছে। আমাদের নানা ভাবে হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।’

পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থামছে না। স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।’

জানা গেছে, এটি পপির প্রথম বিয়ে হলেও স্বামী আদনান কামালের দ্বিতীয় বিয়ে। প্রথম সংসারে তিন সন্তান রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পপির সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। 


Post a Comment

Previous Post Next Post