‘ল’ পড়তে লন্ডনে যাচ্ছেন নুসরাত ফারিয়া | Nusrat Faria Latest News

‘ল’ পড়তে লন্ডনে যাচ্ছেন নুসরাত ফারিয়া | Nusrat Faria Latest News


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের সমানতালে চালিয়ে যাচ্ছেন তার পড়াশোনাও। পড়াশোনার জন্য মাঝেমধ্যেই বিরতিতে যান তিনি। পরীক্ষার সময় খানিকটা ছুটিও নেন এই অভিনেত্রী। 
এভাবেই ক্যারিয়ার ও পড়াশোনার মধ্যে ভারসাম্য করে ২০২১ সালের শেষ দিকে তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেন। সেখানে সেকেন্ড ক্লাস পান।

আবারও পড়াশোনার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। এবার তিনি ‘বার অ্যাট ল’ পড়তে দেশটিতে যাবেন। সবকিছু ঠিক থাকলে এ বছরের সেপ্টেম্বরে লন্ডনে যাবেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন এই নায়িকা।

অভিনেত্রী বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার ‘বার অ্যাট ল’ পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।
অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পেয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ‘আশিকী’। যৌথ প্রযোজনার সিনেমাটিতে নুসরাত ফারিয়া জুটি হয়েছিলেন কলকাতার অঙ্কুশের সঙ্গে। এরপর বেশকিছু সিনেমায় কাজ করে তিনি দুই বাংলাতেই পেয়েছেন জনপ্রিয়তা। উপস্থাপনার মধ্যদিয়ে শোবিজে তার পথচলা। এরপর ধীরে ধীরে জায়গা করে নেন সিনেমায়। দেখতে দেখতে ক্যারিয়ারে ১০ বছর পূর্ণও করে ফেলেছেন তিনি।


Post a Comment

أحدث أقدم