এবার নিরবের সঙ্গী কেয়া পায়েল | Nirob Keya Latest News

এবার নিরবের সঙ্গী কেয়া পায়েল | Nirob Keya Latest News


বাংলালিংক-এর টিভিসি’র মাধ্যমে সবার কাছে পরিচিতি পেয়েছিলেন নিরব। এরপর অসংখ্য বিজ্ঞাপনে তাকে দেখা গেলেও গেল কয়েক বছর ধরে নিরব সিনেমায় মনোযোগী। এবার বিজ্ঞাপনে দেখা গেলো নিরবকে। এ যাত্রায় তার সঙ্গী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

শুক্রবার বিএফডিসিতে সেট ফেলে হয়েছে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ। এটি নির্মাণ করছেন ‘বেস্ট ফ্রেন্ড’-খ্যাত নির্মাতা প্রবীর রায় চৌধুরী। নব্বই দশকের সাড়া জাগানো মডেল নোবেল ও মৌ-এর পারফর্ম করা ‘শাহাজাদী মেহেদী’র বিজ্ঞাপনের ছোয়া রেখে রিমেক করা হচ্ছে এটি।

নিরব বলেন, নাইন্টিজ কিডসরা সহজেই রিকল করতে পারবেন ‘শাহাজাদী মেহেদী’র এই বিজ্ঞাপন। যেখানে নোবেল ভাই ও মৌ আপু ছিলেন। সেই কাজটি নতুন করে আবার রিমেক হচ্ছে। আয়োজনও বেশ ভালো। এ কারণে আমার কাছে মনে হলো ভালো এই কাজটির সঙ্গে থাকা যায়।

অমিতাভ ভাই (অমিতাভ রেজা)-এর পরিচালনায় নোবেল ভাইয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম বহু বছর আগে। এবার নোবেল ভাইয়ের সেই বিজ্ঞাপন আমি করছি, সঙ্গে কেয়া পায়েল রয়েছে। কাজটি করতে গিয়ে পজিটিভ ভাইব পাচ্ছি। দর্শকরাও হয়তো পাবেন।

নির্মাতা সূত্রে জানা যায়, নিরব-কেয়া পায়েলের এই বিজ্ঞাপনটির আগামী মাস থেকে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইনে প্রচারে আসবে।

Post a Comment

Previous Post Next Post