হাবিবের ভালোবাসা গানে মডেলও ভালোবাসার মানুষ | Latest News

হাবিবের ভালোবাসা গানে মডেলও ভালোবাসার মানুষ | Latest News


দেশীয় সংগীতের সাম্প্রতিক সময়ের অন্যথম শীর্ষ তারকা হাবিব ওয়াহিদ। তার করা সুর ও গানে তরুণ প্রাণে ভিন্ন আবহের সৃষ্টি হয়। প্রেমিক মন ফিরে পায় আলাদা অনুভূতি। সেই হাবিব  এবার নিয়ে আসছে ভালোবাসার গান। সেই ভালোবাসার গানে আবার উপস্থিত থাকছেন তারই ভালোবাসার মানুষ। 

আগামী ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ। শ্রোতাভক্তদের জন্য নিয়ে আসছেন ভালোবাসার গান। ইতিমধ্যে গান ভিডিওটির একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন তিনি।
শ্রাবণের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন হাবিব-শিফা।

আফসানা চৌধুরী শিফা বলেন, ‘অনেক দিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সাথে কাজ করতে ভালোই লাগছিল।’

এর আগে ২০২১ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ‘রোমান্টিক লাগে’ গানে। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি। 

হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। 


Post a Comment

Previous Post Next Post