৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী | Latest News

৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী | Latest News


তারকারা অনেক সময় বডি শেমিংয়ের শিকার হয়ে থাকেন। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা একাধিক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন। আবার বডি শেমিংয়ের শিকার হওয়ার পর কীভাবে একটা সময় ওজন কমিয়েছেন সে বিষয়েও কথা বলেছেন।
তবে ওজন কমালেও কিছু বিষয়ে নাকি এখনও স্বচ্ছন্দ নন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, বিশেষ করে ভারতে সুইমওয়্যার পরতে নাকি ইতস্তত বোধ করেন তিনি। ভারতের বাইরে কোথাও গেলে তবেই সুইমওয়্যার পরেন এ অভিনেত্রী।
সোনাক্ষীর কথায়, ‘আমি ভারতে সুইমওয়্যার পরি না। এই দেশের কোনও স্থানেই আমি সাঁতারে যাই না। তার কারণ, জানি না কোথা থেকে কে কীভাবে ছবি তুলে নেবে আমার। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ুক, তা আমি চাই না। কোথাও বেড়াতে গেলে আমি সাঁতার কাটি, পানিতে ডুব দিই।’

শরীরচর্চা নিয়েও এই সাক্ষাৎকারে কথা বলেন সোনাক্ষী। এক সময় চেহারার গঠনের জন্য নাকি বেশ চিন্তিত থাকতেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার তখন ১৮ বছর বয়স। কলেজে পড়াশোনা করছি। সেই সময় আমি শরীরচর্চা কেন্দ্রে যাওয়া শুরু করি। জিমে গিয়েই আমি ট্রেডমিলে হাঁটতে শুরু করে দিই।’
তার ভাষ্য, ‘৩০ সেকেন্ড হাঁটার পরেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বুঝতে পারলাম, ট্রেডমিলে হাঁটার বয়স এখনও হয়নি। ১৮ বছর বয়স থেকেই নিজের সঙ্গে এটা আমি করতে পারি না।’ 


Post a Comment

Previous Post Next Post