ছেলে-মেয়ের জন্মদিনে করণ জোহরের আবেগঘন পোস্ট | Latest News

ছেলে-মেয়ের জন্মদিনে করণ জোহরের আবেগঘন পোস্ট | Latest News


বলিউড ইন্ডাস্ট্রিতে চর্চায় থাকা তারকাদের মধ্যে অন্যতম হলেন পরিচালক করণ জোহর। আজ তার দুই সন্তানের জন্মদিন। এই বিশেষ দিনে করণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়ে উল্লেখ করেছেন, ‘বাবা হওয়া আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন।’
নিজের ইনস্টাগ্রামে ছেলে-মেয়ের জন্মদিনে তাদের সঙ্গে ছবি দিয়ে লিখলেন তিনি লিখেছেন, ‘আমার সবচেয়ে বড় অর্জন হল বাবা হওয়া। আমি আমার বাবা-মায়ের নামে ওদের নাম রেখেছি।’
তার কথায়, ‘কারণ আমি মনে করি যে, একটি বংশ বা নামের বাইরে একটা আবেগ অব্যাহত থাকতে হবে। ওরাই আমার পৃথিবী, শুভ জন্মদিন রুহি এবং যশ। তোমাদের দুজনের জন্যই আমার সবচেয়ে বড় প্রার্থনা হল, তোমরা সব সময় দয়ালু থাকো।’
তার এই পোস্ট প্রকাশ্যে আসতেই যশ ও রুহিকে নেটিজেনদের পাশাপাশি করণের বহু সহকর্মীও তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মাইকা আরোরা থেকে জাহ্নবী কাপুর করণের ছেলে-মেয়েকে শুভেচ্ছা জানিয়েছেন। 

মাইকা লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় রুহি ও যশ।’ জাহ্নবীও লেখেন, ‘যশ এবং রুহুহিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা’। তাছাড়া কাজলও তাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কাজল শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমার দুই কিউটিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।’ 


Post a Comment

Previous Post Next Post