হঠাৎ বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঘর ঢেকে যায় : কুণাল খেমু - Latest News

হঠাৎ বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঘর ঢেকে যায় : কুণাল খেমু - Latest News


বলিউড অভিনেতা কুণাল খেমু। যিনি শিশুশিল্পী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেনে। ভারতের কাশ্মীরে পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন এ অভিনেতা। 

ছোটবেলার অনেকটা সময় তার কেটেছে শ্রীনগরে। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন। 

কুণালের তখন বয়স মাত্র ৬। অভিনেতার কথায়, ‘আমার শ্রীনগরের ভালো জিনিসগুলোও মনে আছে। আমার স্কুল, ডাল লেকে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়া, সবই মনে রয়েছে। কিন্তু তার সঙ্গে থমথমে পরিবেশের কথাও মনে রয়ে গিয়েছে। 

‘৬ বছরের একটা বাচ্চা তো, বোঝে না ঠিক কী ঘটছে। জোরালো কোনও শব্দ শুনলেই আমাদের সংশয় হত। কোনও সিলিন্ডার বিস্ফোরণ হল না কি বোমা বিস্ফোরণ হল।’

তিনি বলেন, ‘এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছিল, মনে আছে। আমাদের বাড়ির ঠিক নিচে বোমা বিস্ফোরণ হয়েছিল। এ সময় আমার চাচাতো ভাইয়ের সঙ্গে বসে খেলছিলাম। মনে পড়ে, হঠাৎ আমাকে সেখান থেকে কেউ ছুড়ে ফেলে দিল। কিচ্ছু শুনতে পাইনি। শুধু মনে আছে, সারা ঘর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। বাড়ির কাচের জানলা ভেঙে পড়েছিল। অন্ধকার হয়ে গিয়েছিল পুরো বাড়ি। তারপর আর কিছু মনে নেই আমার।’

কুণালের ভাষ্য, ‘জঙ্গি বিস্ফোরণই হয়েছিল কি না বলতে পারব না। কিন্তু লোকজন ছুটাছুটি করছিল বিস্ফোরণের পরে।’ জ্ঞান ফেরার পরে কুণাল নাকি টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলেন, নিজের এলাকার খবর দেখার জন্য। এই সব ঘটনাই রয়ে গিয়েছে কুণালের স্মৃতিতে।

Post a Comment

Previous Post Next Post