বলিউডের তারকা অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানা। নিজেকে কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি তিনি। একের পর এক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক সূরজ বরজাতিয়ার আগামী ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে। তার বিপরীতে অভিনয় করবেন শর্বরী।
বরজাতিয়া প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমক জানিয়েছে, মাধুরী দীক্ষিত থেকে ভাগ্যশ্রী, কারিশমা কাপুরের মতো বলি নায়িকাদের সঙ্গে কাজ করেছেন সূরজ বরজাতিয়া। সে সব ছবি বক্স অফিসের নিরিখে ব্লকব্লাস্টার। সেই নায়িকার তালিকায় এবার শর্বরী।
সেই সূত্রের ভাষ্য, নিজের এই প্রজেক্টের জন্য সূরজ এমন একজন অভিনেত্রী খুঁজছিলেন যার অভিনয় যথেষ্ট ভালো। পরিচালকের মতে এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে শর্বরীর পারফরম্যান্স যথেষ্ট নজরকাড়া। যদিও এই খবর নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি শর্বরী অথবা বরজাতিয়া প্রযোজনা সংস্থা।
إرسال تعليق