কবীরের সঙ্গে বিয়ের গুঞ্জন কৃতি স্যাননের | Latest News

কবীরের সঙ্গে বিয়ের গুঞ্জন কৃতি স্যাননের | Latest News


বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। ‘মিমি’ ছবিতে সিঙ্গেল মাদার চরিত্রে চমৎকার অভিনয় করে ফিল্মফেয়ার-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন। ধীরে ধীরে সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। 

এদিকে কৃতি স্যানন ও কবীর বাহিয়ার সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিপাড়ার অন্দরে। কখনও রেস্টুরেন্ট কখনও পার্টিতে একসঙ্গে ধরা দেন এ জুটি। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। কিন্তু এরমাঝেই বলিপাড়ায় চলছে তাদের বিয়ের গুঞ্জন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কবীর বাহিয়ার সঙ্গে দিল্লি বিমানবন্দরে কৃতিকে দেখা যেতেই শুরু হয়েছে তাদের বিয়ের চর্চা। পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতেই তারা দিল্লিতে গিয়েছিলেন। সেখানে কবীর ও কৃতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় একে অপরের। আর সেটাই তাদের বিয়ের জল্পনা বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবন্দরে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে এ জুটিকে। যদিও মাস্কে মুখ ঢেকে, টুপি ও সানগ্লাস পরেছিল। অন্যদিকে, কবীরকে একটি কালো ছিমছাম টি-শার্টে ও ম্যাচিং প্যান্ট, জুতোয় দেখা গিয়েছিল।

কৃতী-কবীরের রসায়ন এদিন পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হয়। তারপর থেকেই শুরু হয় তাদের বিয়ের জল্পনা। জানা যাচ্ছে, ২০২৫-এর শেষেই গাঁটছড়া বাঁধছেন এ জুটি।

Post a Comment

নবীনতর পূর্বতন