📆 সোমবার, ১৭ মার্চ ২০২৫🕑 ১০টা:১৭মিনিট:৫১সেকেন্ড অপরাহ্ন
প্রিয়াঙ্কার একাধিক সন্তানের বাবা হতে চেয়েছিলেন নিক | Latest News

প্রিয়াঙ্কার একাধিক সন্তানের বাবা হতে চেয়েছিলেন নিক | Latest News


বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপরেই গুঞ্জন শোনা গিয়েছিল, আমেরিকান এক পপ তারকাকে মন দিয়েছেন অভিনেত্রী। ক্রমশ প্রকাশ্যে আসে, নিক জোনাসের সঙ্গে ‘দেশি গার্ল’-এর সম্পর্কের কথা। 

২০১৮ সালে রাজকীয় কায়দায় বিয়ে করেন প্রিয়াঙ্কা ও নিক। তারপর থেকে সুখে সংসার করছেন এই দম্পতি। কাজের ক্ষেত্রেও পরস্পরকে উৎসাহ দেন তারা। 

নিকের অনুষ্ঠানে দর্শকাসন থেকে করতালিতে ভরিয়ে দেন প্রিয়াঙ্কা। আবার অভিনেত্রীর ছবি মুক্তি নিয়ে উত্তেজিত থাকেন নিক। বর্তমানে তারা এক কন্যা সন্তানের মা-বাবা। প্রিয়াঙ্কা ও নিক তাদের কন্যার নাম রেখেছেন— মালতী মেরি চোপড়া জোনাস।

সন্তানকে নিয়ে প্রায়ই সোহাগী ছবি ভাগ করে নেন তারকা দম্পতি। কিন্তু এক সন্তানেই কি ক্ষান্ত হবেন আমেরিকার পপ তারকা? কারণ তার স্বপ্ন ছিল, অনেক সন্তানের জন্ম দেওয়ার। 

২০২১ সালে এক সাক্ষাৎকারে একাধিক সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন নিক। তার পাশাপাশি স্ত্রীর প্রতি ভালবাসাও প্রকাশ করেছিলেন মার্কিন তারকা।

নিক জানিয়েছিলেন, প্রিয়াঙ্কাকে নিজের জীবনে পেয়ে তিনি খুব খুশি। অভিনেত্রীরও একই অনুভূতি। ভবিষ্যতে তারা বড় পরিবার গঠন করতে চান। তাই একাধিক সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনাও রয়েছে। 

প্রিয়াঙ্কার স্বামী বলেন, “দম্পতিদের মধ্যে যখন শক্তিশালী বোঝাপড়া থাকে, তখন একসঙ্গে চলার সফরটাও খুব সুন্দর হয়ে ওঠে। আমি তো অনেকগুলি সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবি।” 

নিক বলেন, “আমরা এখনও বিষয়টি নিয়ে ভাবছি। নিশ্চয়ই আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে আমরা দু’জনে ভালো আছি কি না, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।”

২০২২ সালের ১৫ জানুয়ারি সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা ও নিক জন্ম দিয়েছিলেন মালতী মেরির। বর্তমানে বেশ সুখেই সংসার করছেন এই জুটি। 

Post a Comment

Previous Post Next Post