📆 মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫🕑 ২টা:৩৮মিনিট:৪৯সেকেন্ড অপরাহ্ন
১ আইটেম গানে নাচের পারিশ্রমিক ২ কোটি | Latest News

১ আইটেম গানে নাচের পারিশ্রমিক ২ কোটি | Latest News


বিলাসী জীবন যাপন করেন নোরা। মুম্বাই ও কানাডায় তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। যার মূল্য ১২ কোটি টাকার বেশি। একবার শোনা গিয়েছিল, তাঁর একটি ভ্যানিটি ব্যাগের দাম কোটি টাকার ওপরে।

নানা রকম গাড়ি সংগ্রহের নেশা রয়েছে এই অভিনেত্রী ও মডেলের। তাঁর সংগ্রহে থাকা গাড়ির মধ্যে রয়েছে বিএমডব্লিউ ফাইভ সিরিজ, মার্সেডিজ বেঞ্জ, হোন্ডা সিটিসহ একাধিক গাড়ি।

বলিউডে তাঁর ক্যারিয়ার ১০ বছরের বেশি। নাচ দিয়েই শুরু। ভক্তদের কাছে নাচে পরিচিতি পেলেও কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি নোরা। তিনি নিজেই নাচ রপ্ত করেছেন।

ইন্ডিয়াডটকম সূত্রে জানা গিয়েছিল, নোরার বলিউডে একটি সিনেমার জন্য পারিশ্রমিক দুই কোটি রুপি। একটি আইটেম গানের পারিশ্রমিকও একই রকম। প্রায় এক থেকে দুই কোটি রুপি। এ জন্য একাধিকবার শিরোনামও হয়েছেন তিনি।

আজ ৩৩–এ পা দিলেন নোরা। যাঁর জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি মিডিয়ায় আসার আগে একসময় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন।


Post a Comment

নবীনতর পূর্বতন