ওপার বাংলার অভিনেত্রী নীলাঞ্জনা শর্মা মা অঞ্জনা ভৌমিক গত বছরের ফেব্রুয়ারি মাসে মারা গেছেন। তারপর থেকে নীলাঞ্জনার জীবনে অনেক পরিবর্তন এসেছে। যীশু সেনগুপ্তর সঙ্গে তার দুই দশকের দাম্পত্য ভাঙার গুঞ্জনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলাঞ্জনা একাধিক ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, মায়ের ছবির দিকে চেয়ে শূন্য মনে বসে রয়েছেন তিনি। পরনে সাদা লাল পাড় শাড়ি। মা অঞ্জনা ভৌমিকের থেকেই জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। আর এখন প্রতিটা পদে পদে মায়ের অনুপস্থিতি অনুভব করেন নীলাঞ্জনা।
ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আবেগঘন হয়ে নীলাঞ্জনা বলেন, ‘সময়ের সঙ্গে বাস্তবটাকে বোঝার চেষ্টা আমিও করেছি। তবে আজ শূন্যতা মনকে আরও বেশি করে নাড়া দিচ্ছে।’
মায়ের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। এরকম দিনগুলোতে আরও বেশি করে বুঝতে পারি, আমি কতটা একা। সহানুভূতি তো অনেকেই জানান, তবে নিজের লড়াই তো নিজেকেই লড়তে হবে।’
স্মৃতির সরণিতে ফিরে গিয়ে নীলাঞ্জনার মন্তব্য করেছেন, ‘মায়ের কাছ থেকেই শেখা জীবনে কখনও পিছনে ফিরে তাকাতে নেই। জীবনের কোনও কঠিন সময় এলে এখনও মাকেই মিস করি। মা চলে যাওয়ার পর ব্যক্তিজীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অঞ্জনা ভৌমিকের মেয়ে না হলে হয়ত পারতাম না।
একটি মন্তব্য পোস্ট করুন