নেহা ধুপিয়ার পোশাকে বিভ্রান্ত পথচারীরা | Latest News

নেহা ধুপিয়ার পোশাকে বিভ্রান্ত পথচারীরা | Latest News


বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। একটা সময় বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। যদিও ক্যারিয়ারের চেয়ে এখন পরিবারকে নিয়েই ব্যস্ত তিনি। বিয়ের পর সংসার এবং দুই সন্তানই তার জীবনের মূল কেন্দ্রবিন্দু।

এখন সিনে পর্দায় নেহাকে দেখা না গেলেও মাঝে মাঝে শিরোনামে উঠে আসেন নায়িকা। এবার সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হতে আবার আলোচনায় তিনি।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে একটি ক্যাফে থেকে বেরিয়ে আসছেন নেহা। আর তা ক্যামেরাবন্দি করেন ছবিশিকারীরা। কিন্তু সেখানে নেহার যে বিষয়টি ভাইরাল হয়েছে, তা হলো নেহার পরনের পোশাক। পরেছিলেন একটি কালো জ্যাকেট, চোখে সানগ্লাস, খোলা চুলে ননচাল্যান্ট লুক। আর নজর কাড়ে তার হালকা গোলাপি রঙের বডি-ফিটেড প্যান্ট।

এই প্যান্টটির রঙ নেহার ত্বকের রঙের সঙ্গে এতটাই মিলে যায় যে, প্রথম দেখাতেই মনে হতে পারে তিনি প্যান্ট ছাড়াই বের হয়েছেন! যদিও বাস্তবে তা নয়। আর এর ফলেই বিভ্রান্তিতে পড়ে তার আশেপাশের পথচারীরা থেকে শুরু করে নেটিজেনরা পর্যন্ত!

এক নেটিজেনের মন্তব্য ছিল এমন- 'দেখে মনে হচ্ছিল হাফ নুড! তবে ক্রিয়েটিভ চয়েস।' কেউ আবার লিখেছেন, 'আমি তো ভাবলাম, সত্যিই কিছু পরেননি!'

সেলেব দুনিয়ায় পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু নেহার এই ভিডিও আরও একবার প্রমাণ করল, ভাইরাল হতে খুব বেশি কিছু লাগে না।

Post a Comment

Previous Post Next Post