সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে নেটিজেনরা অবাধ বাকস্বাধীনতা উপভোগ করছেন। নেটিজেনরা কখনও কখনও লাগামছাড়া, বেফাঁস কথা, আবার কখনও খারাপ মন্তব্য করে থাকেন অভিনেতা-অভিনেত্রীদের ছবি ভিডিওতে।
নেটিজেনদের কথাবার্তায় ক্ষুব্ধ হয়ে এবার এ বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রীতি লিখেছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কী হয়েছে, সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেন?’
কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তাহলে সে ভক্ত হয়ে যায়।’
তার কথায়, ‘হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতীয় কিংবা গর্বিত হিন্দু বলে উপস্থাপন করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সকলের সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।’
এরপর সেই পোস্টে প্রীতির সংযোজন, ‘এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেন জেনকে বিয়ে করলাম? আমি তাকে বিয়ে করেছি কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যা, এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না।’
إرسال تعليق