তাহসান ভক্তদের জন্য সুখবর! | Latest News

তাহসান ভক্তদের জন্য সুখবর! | Latest News


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। নিত্য নতুন গান প্রকাশের পাশাপাশি উপস্থাপনাও করছেন তিনি। গেল ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামের একটি গান। আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গানটি গেয়েছেন গেয়েছেন তিনি।

এরই মধ্যে ভক্তদের জন্য এক বড় সুখবর রেখেছেন তাহসান! একটা সময় যে গানগুলো শুরুতে শ্রোতারা শুনেছেন, যেসব গান দিয়ে তাহসান পরিচিতি পেয়েছেন, সেসব গানই রিমেকিংয়ের উদ্যোগ নিয়েছেন তিনি। তাহসান জানিয়েছেন, এমন সাতটি গান নিয়ে নতুন করে কাজ করবেন তিনি; এতে গানগুলো উপস্থাপিত হবে নতুন আঙ্গিকে।

সম্প্রতি তাহসান বলেছেন, ‘আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু আমার খুব প্রিয় গান। আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে, দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনঃপূত হয়নি। তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি।

তাহসান আরও জানিয়েছেন, সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে।
তাহসান এও জানিয়েছেন, এরই মধ্যে সেগুলোর সংগীতায়োজনসহ সব কাজ শেষ।


Post a Comment

أحدث أقدم