রণবীর কাণ্ডে যা বললেন সঞ্চালক রঘু রাম | Latest News

রণবীর কাণ্ডে যা বললেন সঞ্চালক রঘু রাম | Latest News


‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শো নিয়ে নেটিজেনদের মাঝে বিতর্ক আগেও হয়েছে। তবে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বক্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই পরপর হোঁচট খাচ্ছে সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানটি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেতা ও সঞ্চালক রঘু রাম।

তিনি নিজেই ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ -এর একটি এপিসোডে বিচারক ছিলেন। এই শো-নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভারতের মহারাষ্ট্রের সাইবার ডিপার্টমেন্টে হাজিরাও দিয়েছেন তিনি। তার ঠিক ২ দিন পরেই, শনিবার একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি। 

রঘু রাম তার বিবৃতিতে জানিয়েছেন, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের শো-তে অংশ নেওয়ার জন্য আমার কোনও অনুশোচনা নেই। যদি এই শো-তে কিছু জোকস যেগুলো অন্যদের আঘাত করে, সেগুলো না বললে ভালো হত। যারা টাকা দিয়ে শো দেখছেন তাদের সঙ্গে বৃহত্তর ইউটিউব দর্শকের মধ্যে বোধ ও বিবেচনার তফাৎ রয়েছে।’ 

তিনি দাবিতে আরও উল্লেখ করেছেন, ‘আমি হয়ত কিছু মশকরা এপিসোডের বাইরে রাখতাম। তবে আমি সময় বা নির্মাতাদের কোন জোকস রাখা হবে বা বাদ যাবে, সেটা বলার কেউ ছিলাম না, ওগুলো ওদের সিদ্ধান্ত ছিল। আমি নিশ্চিত সেই দায়িত্ব তারা হালকাভাবে নেননি।’

‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি এপিসোডে রণবীর এলাহাবাদিয়ার করা মন্তব্য নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। ওই ঘটনায় তদন্তের মুখে পড়েছে এই শো-টি। সেই মামলাতেই এখনও পর্যন্ত ৫০ জনকে তাদের বয়ান রেকর্ড করার জন্য ডাকা হয়েছে। সেই তালিকায় রয়েছেন রঘু রামও। 

এখন পর্যন্ত মুম্বাই পুলিশ ৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রণবীর এলাহাবাদিয়ার খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। মুম্বাইয়ে তার ফ্ল্যাট তালাবন্ধ বলে জানিয়েছে পুলিশ। এলাহাবাদিয়ার মন্তব্য নিয়ে সারা দেশে একাধিক মামলা দায়ের করেছেন অনেকে।

Post a Comment

Previous Post Next Post