ইসলামবিদ্বেষী মন্তব্য ঘিরে তোপের মুখে অস্কার মনোনীত অভিনেত্রী | Latest News

ইসলামবিদ্বেষী মন্তব্য ঘিরে তোপের মুখে অস্কার মনোনীত অভিনেত্রী | Latest News


গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর ব্যাপক আলোচনায় আসেন স্প্যানিশ অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকোন। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়নও পেয়েছেন কার্লা। সম্প্রতি তাঁর পুরোনো টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রবল রোষের মুখে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। তারপরও থামছে না সমালোচনা। খবর বিবিসির

কী নিয়ে বিতর্ক

২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নানা বিষয়ে টুইট করেন কার্লা। গত সপ্তাহে তাঁর পুরোনো টুইটগুলো সামনে এসেছে। ২০২০ সালের ২ সেপ্টেম্বর এক রেস্তোরাঁয় মুসলিম পরিবারের ছবি শেয়ার করে একটি টুইট করেন কার্লা। সেখানে তিনি বোরকা নিয়ে কটাক্ষ করেন। ২০২১ সালের ২৯ জানুয়ারি আরেকটি টুইটে( বর্তমান এক্স) তিনি লিখেছিলেন, ‘ইসলাম আন্তর্জাতিক অধিকারগুলো পূরণ করতে ব্যর্থ।’ আরেক পোস্টে ইসলামধর্মকে নিষিদ্ধ করারও দাবি তোলেন এই অভিনেত্রী।

২০২২ সালের ২২ নভেম্বর এক পোস্টে কার্লা সোফিয়া লিখেছেন, ‘স্পেনে কি মুসলমানের সংখ্যা বেড়ে গেল?’

২০২০ সালে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত হন জর্জ ফ্লয়েড। তাঁর মৃত্যুর প্রতিবাদে পৃথিবীজুড়ে বর্ণবৈষম্য নিয়ে প্রবল আন্দোলন গড়ে ওঠে। এ ঘটনার পরপর জর্জ ফ্লয়েডকে ‘মাদকসেবী’ আখ্যা দেন কার্লা। কয়েক বছর ধরেই অস্কারে বর্ণ ও গোষ্ঠীর প্রতি বৈষম্য কমাতে কাজ করছে একাডেমি। এই নীতিরও সমালোচনা করেন কার্লা। তিনি বলেন, ‘মনে হচ্ছে এখানে (অস্কার) কেবল ইনডিপেনডেন্ট ও প্রতিবাদী ধারার সিনেমাকে পুরস্কার দেওয়া হয়।’

কার্লার দুঃখ প্রকাশ

অতীতের টুইটগুলো সামনে আসার পর অন্তর্জালে রোষের মুখে পড়েন কার্লা। তাঁর অস্কার মনোনয়ন প্রত্যাহারেরও দাবি ওঠে। কার্লা সোফিয়াকে ‘রেসিস্ট’ আখ্যা দিয়েছেন নেটিজেনরা। এমন মানসিকতার মানুষ কীভাবে অস্কারে মনোনয়ন পান, তা নিয়েও তুলেছেন প্রশ্ন। ব্যাপক প্রতিবাদের মুখে দুঃখ প্রকাশ করেন কার্লা। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টটি মুছে দেন। পরে ভ্যারাইটিকে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে অনেকে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি দুঃখিত। প্রান্তিক সম্প্রদায়ের একজন হিসেবে আমি কষ্টের বিষয়গুলো গভীরভাবে অনুভব করতে পারছি। যাঁদের কষ্ট দিয়েছি, তাঁদের কাছে ক্ষমা চাই। আমি সারা জীবন একটি উন্নত বিশ্বের জন্য লড়াই করেছি। আমার বিশ্বাস, অন্ধকার দূরীভূত হয়ে সব সময় সত্যের জয় হবে।’

পাশে নেই নেটফ্লিক্স

এবারের অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পেয়েছে জ্যাক অঁদিয়ার পরিচালিত নেটফ্লিক্সের ছবি ‘এমিলিয়া পেরেজ’। এই ছবির অভিনেত্রী কার্লা সোফিয়া গ্যাসকোনকে নিয়ে এত বিতর্ক হলেও এত দিন চুপ ছিল প্ল্যাটফর্মটি। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি নেটফ্লিক্স। তবে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, কার্লার সঙ্গে দূরত্ব রাখছে নেটফ্লিক্স।

অস্কার মনোনীত অভিনেত্রী হিসেবে এত দিন কার্লাকে নিয়ে প্রচার চালালেও এখন থেকে তাঁর পাশে থাকবে না প্ল্যাটফর্মটি। ‘এমিলিয়া পেরেজ’-এ কার্লার সঙ্গে আরও অভিনয় করেছেন জোয়ি সালডানা, সেলেনা গোমেজরা। এই বিতর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তাঁরা।

Post a Comment

أحدث أقدم