গোবিন্দ-সুনীতার বিষয়ে যা বললেন আইনজীবী | Latest News

গোবিন্দ-সুনীতার বিষয়ে যা বললেন আইনজীবী | Latest News


বলিউডের তারকা দম্পতি গোবিন্দ-সুনীতার বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। গত কয়েক মাস ধরেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন সুনীতা। 

কখনও নিজের একাকিত্বের কথা জানিয়েছেন, কখনও আবার ছেলের প্রশংসা করে স্বামীকে পক্ষান্তরে দোষী করেছেন। এবার ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানার পথে তারকা দম্পতি।

যদিও তাদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠেরা মানতে রাজি না গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের কথা। এবার এ বিষয়ে মুখ খুললেন তাদের আইনজীবী। তিনি জানান, সুনীতা মাস ছয়েক আগে বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছিলেন।

আইনজীবী ললিত বিন্দালের কথায়, ‘আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সকলে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। তাদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। তারা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’

সুনীতার ম্যানেজারও তাদের বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তার কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি ছবির কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনও দিকে নাকি মন দেওয়ার সময় নেই তার।

Post a Comment

নবীনতর পূর্বতন