ভারতে ফুটপাতে গান গেয়ে বাধার মুখে এড শিরান | Latest News

ভারতে ফুটপাতে গান গেয়ে বাধার মুখে এড শিরান | Latest News


জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। বর্তমানে কনসার্টে যোগ দিতে ভারতে অবস্থান করছেন তিনি। অনেক বড় তারকা হলেও তাকে মাটির মানুষই মনে করেন অনুরাগীরা। সেই সরলতার আঙ্গিকে ফুটপাতেই গিটার হাতে গান ধরলেন তিনি। কিন্তু পড়লেন পুলিশি বাধায়!

ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরু শহরের চার্চ স্ট্রিট এলাকায়। এদিন তিনি কোনো আগ ঘোষণা ছাড়াই ফুটপাতে দাঁড়িয়ে গান গাইতে শুরু করেন। যার ফলে বিব্রতও হতে হলো শিল্পীকে।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, এড শিরান তার জনপ্রিয় গান 'শেপ অফ ইউ' গাচ্ছিলেন। এমন সময়ে কিছু মানুষও জড়ো হতে থাকে। তার মধ্যে হঠাৎ পুলিশ এসে তার সেই পারফর্মেন্স ভেস্তে দেয়। খুলে দেওয়া হয় মাইকের প্লাগ। কারণ, অনুমতি ছাড়াই নাকি গাইছিলেন এড শিরান!

এ সময় গায়ক বলে ওঠেন, 'আমাদের অনুমতি নেওয়া ছিল এখানে থাকার, কিন্তু এই পুলিশ এসে সেটা বন্ধ করে দিচ্ছেন।'

এ ঘটনায় কেউ কেউ গায়ককে কটাক্ষ করেছেন, আবার কেউ পুলিশকে। নেটিজেনরা বলছেন, আন্তর্জাতিক শিল্পী গান গাইছিলেন। তার অনুমতি নেওয়া ছিল তাও পুলিশ প্লাগ খুলে দিল। অত্যন্ত দুঃখজনক।' 

আবার অঘোষিত ভাবে অভিনেতা হলে যাওয়ায় হুড়োহুড়ি পড়ে মৃত্যুর মতো ঘটনা ঘটে, এদিনও এমনটা ঘটতে পারত বলে মনে করছেন অনেকেই।

Post a Comment

Previous Post Next Post