কুর্তায় মোহনীয় লুকে ইকরা আজিজ ~ Latest News

কুর্তায় মোহনীয় লুকে ইকরা আজিজ ~ Latest News


পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ হোসাইন। তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি তিনি ফ্যাশনেও বেশ সচেতন। কুর্তায় তিনি মোহনীয় লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়ে থাকেন। 

ফ্যাশনপ্রেমীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পাকিস্তানি কুর্তা। এ পোশাক তার স্বতন্ত্র ডিজাইন, আরামদায়ক ফিট এবং সাংস্কৃতিক তাৎপর্যের জন্য পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের বেশ পরিচিত। 

ইকরা আজিজের ইনস্টাগ্রাম ঘুরে কুর্তা পরিহিত তার যত মোহনীয় লুক রয়েছে তা দেখে নেওয়া যাক। হাতে লাল গোলাপ, খোলা চুল, মুচকি হাসি আর পরনে রয়েছে ব্লু কালারের কুর্তিতে বেশ মানিয়েছে ইকরা আজিজকে।

মিষ্টি কালারের ফ্লাওয়ার প্রিন্টেড কুর্তি আর সঙ্গে ম্যাচিং করা ডিজাইনে লং ওড়নাতে ধরা দিয়েছেন তিনি।

বাগান বিলাসে বসন্তের সাজে হলুদ কুর্তিতে দেখা গেছে ইকরাকে। কানে ঝুমকা সঙ্গে হালকা মেকআপ।

ইকরা আজিজ ’সুনো চন্দা’ নাটকে জিয়ার ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন যার জন্য তিনি সমালোচকদের প্রশংসা এবং সেরা টেলিভিশন অভিনেত্রীর জন্য লাক্স স্টাইল পুরস্কার অর্জন করেন। তিনি  খুদা অর মুহাব্বাত ৩ ধারাবাহিকে মাহি এবং রাকিব সে ধারাবাহিকে আমিরার চরিত্রে অভিনয় করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন