বন্ধুর মতো অরিজিতের স্কুটারে গ্রাম ঘুরলেন এড শিরান | Latest News

বন্ধুর মতো অরিজিতের স্কুটারে গ্রাম ঘুরলেন এড শিরান | Latest News


জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। বর্তমানে কনসার্টে যোগ দিতে ভারতে অবস্থান করছেন তিনি। ইতোমধ্যে কয়েকটি শো সেরে নিয়েছেন শেপ অফ ইউ খ্যাত এই শিল্পী।

সামনে এড শিরানের রয়েছে আরও শো। তাই তো একটু সময় পেয়ে ভারতের বিভিন্ন স্থানে ঘোরার সিদ্ধান্ত নিলেন এড শিরান, সোজা চলে গেলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের গ্রামের বাড়ি মুর্শিদাবাদে।

এড শিরান ও  অরিজিৎ সিং যে একে অপরের ভক্ত, এ কথা অবশ্য অনেকেই জানেন। দু'জনে একসঙ্গে মঞ্চে পারফর্মও করেছেন আগে। কিন্তু এবারও তারা একসঙ্গে, কিন্তু একেবারেই ভিন্ন আঙ্গিকে। যা দেখে রীতিমতো শোরগোল পড়েছে ভক্তদের মাঝে।

এড শিরান ও অরিজিৎ সিংয়ের বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। তার একটি ভিডিওতে দেখা যায়, বিকেলের দিকে গঙ্গা নদীতে নৌকা ভ্রমণ করছেন অরিজিৎ-এড শিরান। এ সময় দুই গায়ককে দেখতে নদীর পাড়ে ভিড় জমাতেও দেখা যায় অনুরাগীদের।

আরও একটি ভিডিওতে দেখা যায়, অরিজিতের তার শখের স্কুটারটি চালাচ্ছেন, আর তার পেছনে বসে আছেন এড শিরান। দুই শিল্পীকে এ সময় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখা যায়। তাদের সাবলীলতায় দেখে বোঝার উপায় নেই, স্কুটারে দুই জন কিংবদন্তী শিল্পী নাকি এলাকার সাধারণ দুই বন্ধু! 

বেঙ্গালুরু কনসার্ট দিয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে এড শিরানের ভারত সফর শুরু হয়েছে। এরপর তার আগামী কনসার্ট শিলংয়ে। সেই সুযোগেই বন্ধু অরিজিতের বাড়িতে বেড়াতে যান এড শিরান।

Post a Comment

Previous Post Next Post