মহাকুম্ভে মরতে যাব নাকি?’, কমেডিয়ান ভারতীর মন্তব্যে বিতর্কের ঝড় | Latest News

মহাকুম্ভে মরতে যাব নাকি?’, কমেডিয়ান ভারতীর মন্তব্যে বিতর্কের ঝড় | Latest News


ভারতে গত ১৩ জানুয়ারি থেকেই চলছে জমজমাট মহাকুম্ভ। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান সেরে আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করে চলেছেন একের পর এক বলিউড তারকা। মৌনী অমাবস্যার মর্মান্তিক পদপিষ্টের ঘটনা কিংবা একাধিকবার কুম্ভমেলা প্রাঙ্গণে ঘটা অগ্নিকাণ্ডও পুণ্যার্থীদের উচ্ছ্বাস দমাতে পারেনি। 

নিজেদের ব্যস্ত শিডিউল ফেলে পুণ্যার্জনের জন্য প্রয়াগরাজে ছুটে এসেছেন তারকারা। সঙ্গে রয়েছেন বিদেশিরাও। নিত্যদিনই তারকাদের আস্থার ডুব দেওয়ার ছবি-ভিডিও প্রকাশ্যে আসছে সেখান থেকে। এমন আবহেই মহাকুম্ভে যাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কমেডিয়ান ভারতী সিং।

সরাসরিই জানিয়ে দিলেন, প্রয়াগরাজের আধ্যাত্মিক অনুষ্ঠানে মোটেই অংশ নিতে চান না ভারতী। কারণ ফাঁস করতে গিয়েই বেফাঁস মন্তব্য করে ফেললেন জনপ্রিয় এই কমেডিয়ান। 

সম্প্রতি পাপারাজ্জিরা তাকে প্রশ্ন ছুঁড়েছিলেন, “মহাকুম্ভে যাবেন না?” তার উত্তরেই ভারতী সিং বলেন, “অজ্ঞান হয়ে মরতে যাব নাকি মহাকুম্ভে? নাকি প্রিয়জনের থেকে আলাদা হতে যাব?” 

এমন মন্তব্যের পরই নিজেকে সংবরণ করে নিয়ে ভারতী জানান, “আসলে আমি সত্যিই মহাকুম্ভে যেতে চেয়েছিলাম। কিন্তু নিত্যদিন সেখান থেকে এমন দুঃখজনক খবর শুনতে পাচ্ছি যে, আর যাওয়ার ইচ্ছে নেই। আর আমার ছেলে গোলাকে নিয়ে সেখানে যাওয়ার কথা ভাবতেও পারছি না। প্রশ্নই ওঠে না।”

সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের মাঝেই এরপর এক সহকর্মীকে নিয়ে রসিকতা করতে শোনা যায় ভারতীকে। মজাচ্ছলেই তিনি বলেন, “পাণ্ডেজির বাড়ি তো এলাহাবাদের কাছেই এবং তার স্ত্রীও পুণ্যস্নান করে এসেছেন। আসলে পাণ্ডেজিকে বিয়ে করে যা পাপ করেছেন, সেটা ধুতেই গিয়েছিলেন সেখানে।” 

ভারতী সিংয়ের মুখে এমন কথা শুনে রেগে আগুন সনাতনীরা। নেটদুনিয়ায় জনপ্রিয় কমেডিয়ানকে একহাত নিতে ছাড়লেন না তারা। 

কারও মন্তব্য, ‘সঠিক তথ্য না জেনে বিভ্রান্তি ছড়াবেন না।’ কারও মন্তব্য, ‘আপনার অনুমান মিডিয়ার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কেন?’ কেউ বা আবার ভারতীকে ভর্ৎসনা করে লেখেন, ‘যারা কুম্ভে গিয়েছেন, তারা কি মরে গেছেন নাকি?’ 

এককথায় মহাকুম্ভে যাওয়া নিয়ে ভারতী সিংয়ের বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় নিন্দার ঝড় বইছে। তবে এই কমেডিয়ানের তরফ থেকে বক্তব্য পরিবর্তন করা হয়নি এখন পর্যন্ত। 

Post a Comment

নবীনতর পূর্বতন