উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ | Latest News

উর্বশীকে আচমকা ধাক্কা ওরির, ক্ষমা না চেয়ে পাল্টা বিদ্রুপ | Latest News


বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্মদিন ছিল গত মঙ্গলবার। তার জন্মদিনের পার্টির একটি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে অভিনেত্রী উর্বশীর সঙ্গে দেখা মেলে আলোচিত ইন্টারনেট ইনফ্লুয়েনসার ওরিকে। দেখা যায়, উর্বশীর সঙ্গে নাচছেন ওরি। নাচতে নাচতে আচমকা উর্বশীকে ধাক্কা দেন ওরি। তার ধাক্কায় হোঁচট খান উর্বশী। আর তা নিয়েই নানা প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মাঝে।

উর্বশীকে ধাক্কা দেওয়ার সেই ভিডিও শেয়ার করেছেন ওরি নিজেও। সেখানে উর্বশীকে নিয়ে রসিকতা করে ওরি লেখেন, 'বিশ্বের প্রথম কোনো নারীকে আমি ধাক্কা দিয়েছি।'

ভিডিওটি দেখে এক নেটিজেন লিখেছেন, 'গুড জব।' আরেক নেটিজেন লিখেছেন, 'ডাকু মহারাজে উর্বশীর জায়গা নেবেন ওরি।' আবার রসিকতার আড়ালে আদতে ওরি উর্বশীকে বিদ্রুপ করলেন বলেও নেটিজেনদের অনেকের মন্তব্য ছিল।

এর আগে দুবাই স্টেডিয়াম থেকে ওরি ও উর্বশীর একটি ভিডিও সামনে এসেছিল। এই ভিডিওতে ওরি ও উর্বশীকে একই গানে নাচতে দেখা গেছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ে যান ওরি ও উর্বশী। সেখানে ঊর্বশীর গালে চুমু খেতে দেখা যায় ওরিকে।

Post a Comment

Previous Post Next Post