দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী, বাতিল কনসার্ট | Latest News

দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী, বাতিল কনসার্ট | Latest News


দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীং সংগীত পরিচালক এবং গায়ক বিশাল দাদলানি। যে কারণে তার কনসার্ট স্থগিত রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ সংগীতশিল্পী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

এই খবর শুনে বিশাল দাদলানির ভক্তরাও চিন্তায় রয়েছেন। সকলেই তার সুস্থতা কামনা করেছেন। তবে, বিশাল দাদলানির দুর্ঘটনা কখন এবং কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিশাল ইনস্টাগ্রাম স্টোরিতে তার দুর্ঘটনার কথা জানান। তিনি লিখেছেন, ‘আমার দুর্ভাগ্য, একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। আমি শিগগিরই সুস্থ হয়ে উঠব এবং আবারও ফিরে আসব। সব আপডেট দিতে থাকব, পুনেতে শিগগিরই দেখা হবে।’

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে আয়োজকরা বিশাল-শেখরের কনসার্ট বাতিলের কথা জানিয়েছেন। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান তারা। পোস্টটিতে লেখা ছিল, ‘একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বিশাল এবং শেখরের কনসার্ট বাতিল করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিশাল ও শেখরের বহু প্রতীক্ষিত শো ২ মার্চ ২০২৫ তারিখে হচ্ছে না।’

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বিশাল দাদলানির দুর্ঘটনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কনসার্টটির শিগগিরই দিনক্ষণ জানা যাবে এবং নতুন তারিখ ঘোষণা করা হবে। যারা টিকিট কিনেছেন, তাদের সকলকে আমাদের টিকিট পার্টনারদের মাধ্যমে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।’ 

Post a Comment

أحدث أقدم