যীশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন নীলাঞ্জনা! | Latest News

যীশুর শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন নীলাঞ্জনা! | Latest News


ওপার বাংলার তারকা দম্পতি যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনার বিচ্ছেদ গুঞ্জন শোনা যাচ্ছিল বহুদিন ধরেই। জল্পনার সুত্রপাত তখনই, যখন নামের পাশ থেকে স্বামীর পদবি মুছে ফেলেছিলেন নীলাঞ্জনা। এবার তার শরীরে থাকা যীশুর শেষ চিহ্নটুকুও রাখলেন না তিনি।

এই মুহূর্তে দুই মেয়ে জারা ও সারাকে নিয়েই জীবন চলছে নীলাঞ্জনার। যদিও দাম্পত্য নিয়ে কিংবা যীশুকে নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ নীলাঞ্জনা। এরই মধ্যে তার বড় একটি সিদ্ধান্ত নিয়ে নানা চর্চার সৃষ্টি।

এতদিন নীলাঞ্জনার ঘাড়ে যীশুর নামের একটি ট্যাটু ছিল। সেটাই এবার মুছে ফেললেন তিনি। যীশুর নাম মুছে সেখানে শিবের ছবি এঁকেছেন নীলাঞ্জনা। যে ছবির নিচে লেখা ওম নমঃ শিবায়। যে ছবিটি ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি।

প্রসঙ্গত, যীশুর থেকে আলাদা হওয়ার পর কঠিন সময়ে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন প্রাক্তন অভিনেত্রী তথা প্রযোজক নীলাঞ্জনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘অতীতের ঘাত-প্রতিঘাত কাটিয়ে উঠেছি আমি। অতীত এখন অনেকটা পেছনে। অতীতকে নিয়ে বেঁচে থাকলে কখনোই এগোনো যায় না। তাই পেছনে তাকিয়েও লাভ নেই। বর্তমান সময়টাই আমার কাছে উপহার। ভবিষ্যতের ওপর কারোর নিয়ন্ত্রণ নেই। তাই কী ঘটেছে তা নিয়ে কান্নাকাটি না করে হতাশ না হয়ে সামনে তাকাতে হবে।’

Post a Comment

Previous Post Next Post