পরকীয়ার গুঞ্জন, ভাঙতে যাচ্ছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার! | Latest News

পরকীয়ার গুঞ্জন, ভাঙতে যাচ্ছে গোবিন্দ-সুনীতার ৩৭ বছরের সংসার! | Latest News


দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার। দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন তারা। কিন্তু, এখন নাকি তারা আর এক ঘরে থাকেন না- এমনটিই অভিযোগ ছিল স্ত্রীর। এবার শোনা যাচ্ছে, পুরোপুরি ভাঙতে চলেছে গোবিন্দ-সুনীতার সংসার! 

প্রথম জীবনে অবশ্য গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। কিন্তু সুনীতা জানিয়েছিলেন, দুই সন্তানকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন তিনি। আর তার বিপরীত দিকে নিজের বাংলোতে একা থাকেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু। এবার সেটাই হয়ত সত্যি হতে চলেছে। কারণ গুঞ্জন উঠেছে, প্রায় অর্ধেক বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের কারণেই নাকি গোবিন্দ- সুনীতার সংসার ভাঙছে।

এমন ঘটতে পারে বলে আগেই আশঙ্কা করেছিলেন সুনীতা। এক সাক্ষাৎকারে সুনীতা জানিয়েছিলেন, তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা।

তবে গোবিন্দ পরকীয়ার মতো এমন কাজে যুক্ত হতে পারেন বলেও আশঙ্কা করতেন সুনীতা। তিনি এখন আর গোবিন্দকে বিশ্বাস করেন না- তা স্পষ্ট জানিয়েছিলেন। সুনীতার কথায়, ‘আগে আমাদের দাম্পত্য সুরক্ষিত বোধ করতাম। কিন্তু এখন আর করি না। এখন ওর ৬০ এর বেশি বয়স। তাই ভয় হয়, কিছু করে না বসে!’


Post a Comment

Previous Post Next Post