ওপার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলিউডের চিত্রনাট্যকার সুমিত আরোরার সঙ্গে বর্তমানে সম্পর্কে আছেন। নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছিল এই ডিসেম্বরেই নাকি বিয়ে করবেন এ তারকা জুটি। এবার গুঞ্জন নিয়ে মুখ খুললেন ঋতাভরী।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতাভরী বলেন, ‘সম্পর্কটা এবার বিয়ের দিকে যাবে নাকি আরও একটা ব্রেক-আপ অপেক্ষা করছে, সেটা বলা মুশকিল। এটা কেউ জানে না, আমিও না। সম্পর্কে কেউ থাকলে বিয়ের কথাবার্তা তো স্বাভাবিক ভাবে আসেই।’
এরপর নায়িকা তাদের সম্পর্ক ভাঙার কথা তুলে বলেন, ‘আমাদের কয়েকবার ব্রেক-আপ হলেও ফের প্যাচ-আপ হয়েছে। তাই সম্পর্কটা এবার বিয়ের দিকে যাবে নাকি আরও একটা ব্রেক-আপ অপেক্ষা করছে, সেটা বলা মুশকিল। নির্দিষ্ট দিনক্ষণ ঠিক হলে তা অবশ্যই জানাতাম।’
ভ্যালেন্টাইনস উইক কেমন যাচ্ছে প্রশ্ন করা হলে অভিনেত্রীর ভাষ্য, ‘১৩ তারিখ আমার পা ভাঙে। কাজের চাপ থাকলেও তাই আমার পার্টনারকে (সুমিত অরোরা) পরের দিন আসতে হয়। ডাক্তার দেখালাম, এক্সরে হলো, পাশে ছিল বলে ভালো লাগল আর কী। ওকে ছাড়া এক্সরে হতো না এমনটা নয়, তবে পার্টনারকে পাশে পেলে ভালো লাগে।’
প্রসঙ্গত, সুমিতের সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হওয়ার আগে ঋতাভরী-তথাগতর বিয়ে নিয়েও প্রচুর চর্চা হয়েছিল। পেশায় চিকিৎসক তথাগতর সঙ্গে নায়িকার বিয়ের তারিখও ঠিক হয়েছিল। কিন্তু তখন সুমিতের সঙ্গেও তার পরিচয় হয়। তারা একে অপরকে প্রায় ৮ বছর ধরে জানেন। ‘পরী’ ছবির সেটে তাদের পরিচয় হয়।
إرسال تعليق