অন্যের যন্ত্রণায় আমিও কাঁদি : হিনা | Latest News

অন্যের যন্ত্রণায় আমিও কাঁদি : হিনা | Latest News


ক্যান্সারের চিকিৎসা চলছে অভিনেত্রী হিনা খানের। মাঝেমধ্যেই হাসপাতাল থেকে তার চিকিৎসার নানা ছবিও প্রকাশ্যে আসে। অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা শুনে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। হিনাকে মাঝেমধ্যেই হাসপাতালে যেতে হয়।

শরীরের ভিতর অসহ্য যন্ত্রণা চলতে থাকে তার। এবার ফের হাসপাতালের বিছানা থেকেই একটি ছবি শেয়ার করে মনের কথা ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করেছেন। তাকে সেই অবস্থায় দেখে চিন্তায় রয়েছে ভক্তরা।

হিনা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউ কেউ জীবনকে গভীর ভাবে উপভোগ করার জন্য তৈরি। আমরা সূর্যাস্ত দেখি না, আমরা শুধুই অনুভব করি। আমরা ছোট ছোট বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। যখন অন্যরা কাঁদে, আমরাও কাঁদি।’ 

এবং আমার মনে হয়, এটিই মানুষের মধ্যে সবচেয়ে ভালো বিষয়।’ হিনার কথায়, তিনি জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই তিনি খুবই আবেগপ্রবণ এবং অন্যদের কষ্ট অনুভব করেন। তাদের কাঁদতে দেখে নিজেও কাঁদেন।

অভিনেত্রী সম্প্রতি ফারাহ খানের ইউটিউব চ্যানেলে জানান যে, তার চিকিৎসা খুব ভালো হচ্ছে এবং তিনি শিগগিরই কাজে ফিরবেন। একইসঙ্গে হিনা জানান, আগামীতে তিনি সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজ়েও কাজ করবেন। 

যা তিনি ক্যান্সারের কারণে করতে পারেননি। হিনার ভক্তরাও সেই কথা জেনে খুশি। অন্যদিকে, অভিনেত্রী রোজলিন খান হিনার বিরুদ্ধে প্রচারের জন্য ক্যান্সারকে ব্যবহার করার অভিযোগ করেছেন। এই বিষয়ে হিনা যদিও এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।


Post a Comment

أحدث أقدم