২০২৩ সালে পরিণীতি চোপড়ার বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়ার অনুপস্থিতি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। সে সময় মধু চোপড়া জানিয়েছিলেন, ‘মেয়ে-জামাই কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি।’
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সেইসময় নিক জোনাসের কনসার্ট ট্যুর থাকলেও বিয়ের দিন কোনও অনুষ্ঠানই ছিল না। এদিকে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেলেও দেখা যায়নি পরিণীতি চোপড়া কিংবা জামাই রাঘব চাড্ডারকে।
ভাই সিদ্ধার্থের বিয়েতে শ্বশুর-শাশুড়ি, স্বামীকে নিয়ে যখন অনুষ্ঠান উপভোগ করছেন প্রিয়াঙ্কা চোপড়া, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন পরিণীতি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের হাতে অতিরিক্ত সময় নেই। তাই যারা তোমাকে বেছে নেবে, তাদেরই বেছে নাও, আর বাকিদের তাদের মতো থাকতে দাও।’
নেটিজেনরা এই পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। অনেকের ধারণা পরিণীতির বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়া যাননি। এজন্য এবার পরিণীতি ইচ্ছে করে সিদ্ধার্থের বিয়েতে না গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন