মার্কিন অডিও যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াম্পলার পেডালসের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের রক ব্যান্ড ভাইকিংস–এর লিড গিটারিস্ট ফারুক হোসেন (শুভ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইকিংস ব্যান্ডের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এদিকে ঢাকা পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক হোসেন শুভ বলেন, ‘গিটার ইফেক্টস অথবা প্যাডেলস এর কথা যদি বলি তাহলে ওয়াম্পলার অগ্রগামী প্রতিষ্ঠান তারা অনেক সুন্দর প্যাডেলস তৈরি করে যা খুবই নির্ভরযোগ্য, কারণ এটা না যে আমি ওয়াম্পলার পেডালস–এর আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জন পেয়েছি এজন্য বলছি না।’
তার কথায়, ‘আমি অনেক বছর আগে থেকে ওয়াম্পলার ব্যবহার করি। এত বড় একটা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য কোম্পানির অনুমোদন পাওয়া খুবই আনন্দদায়ক একটি বিষয়। এটার থেকে বড় বিষয় ইচ্ছে আমার কাছে যে, বাংলাদেশের সংগীত বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে।’
এরপর বলেন, ‘এটা খুব দেরি হয়নি যেহেতু আমার সঙ্গে ওয়াম্পলারে একটি অনুমোদন হয়েছে এবং এটা সবাই জেনেছে। আমার মনে হয় এই জিনিসটা ফেলো সংগীতশিল্পী যারা রয়েছেন তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। যারা গান শিখতে শুরু করছে অথবা যারা একটি দীর্ঘ সময় পাড়ি দিয়েছে তারা এখন এ জিনিসগুলো চেষ্টা করবে।’
শুভর ভাষ্য, ‘এসব বিষয়ে কারও যদি কোনো ধরনের প্রশ্ন অথবা সাহায্যের দরকার হয় তাহলে যেকোনো প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’
একটি মন্তব্য পোস্ট করুন