খুশি কাপুর ও জুনাইদ খান অভিনীত ‘লাভিয়াপা’ ছবিটি আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি দিয়েই বড় পর্দায় অভিষেক হলো শ্রীদেবী ও আমির খানের সন্তানদের। সিনেমা মুক্তি উপলক্ষে বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন খুশি। সেখানেই ইনস্টাগ্রাম রিল, ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
অদ্বৈত চন্দনের পরিচালনায় ‘লাভিয়াপা’ ছবিতে প্রধান ভূমিকায় আছেন আমির খানের ছেলে জুনাইদ খান ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। ছবিটি এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, ব্যক্তিজীবনে কীভাবে তা ছাপ ফেলতে পারে, সেটা নিয়েই। একই সঙ্গে এখানে দেখানো হয়েছে, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের খারাপ দিক।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে খুশি বলেন, ‘আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বেড়ে যাওয়ায় ইন্টারনেটে আপলোড করার সময় সতর্ক থাকতে হবে। আমি মনে করি।
এআইয়ের কারণে ইন্টারনেট বেশ ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এই সব বিষয় থেকে যেকোনো মানুষকে নিজেকেই রক্ষা করতে হবে। খুব ভয়ংকর ব্যাপার একটা। আসলে মানুষকে বিশ্বাস করতে হবে অন্য মানুষকে। সঙ্গে আমরা ইন্টারনেটে কোন ধরনের বিষয় দেব, কীভাবে ইন্টারনেট ব্যবহার করব, তা নিয়ে সচেতনতা থাকাও ভীষণ প্রয়োজন।’
খুশি আরও বলেন, ‘আমি মনে করি, মানুষ মাত্র ১০ সেকেন্ডের ইনস্টাগ্রাম রিল দেখার পরে ব্যক্তি সম্পর্কে একটি ধারণা তৈরি করে নেয়।
১০ সেকেন্ডের ক্লিপ দেখে কী করে বুঝবেন মানুষটিকে? এমনকি তাঁরা ব্যক্তিগত জীবনে কেমন, সে সম্পর্কেও তো আপনার কোনো ধারণা নেই। আমি মনে করি, আপনার খুব সচেতন হওয়া উচিত এবং সাধারণভাবে ইন্টারনেটে দেখে কাউকে বিচার করা উচিত নয়।’
গত বুধবার ‘লাভিয়াপা’ একটি বিশেষ প্রদর্শনী হয় মুম্বাইয়ে। সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সালমান খান। আমিরকে হাসিমুখে শাহরুখকে স্বাগত জানাতে দেখা যায়। দুই খান একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। আমিরের দুই সন্তান জুনায়েদ ও ইরাকেও জড়িয়ে ধরেন শাহরুখ।
একটি মন্তব্য পোস্ট করুন