‘জন্মদিনে মা পছন্দের খাবার রান্না করতেন’ | Latest News

‘জন্মদিনে মা পছন্দের খাবার রান্না করতেন’ | Latest News


ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা। মায়াবী চেহারা আর সাবলীল অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তার স্নিগ্ধ হাসি, গভীর চাহনিতে ডুবে থাকে ভক্তরা। ব্যস্ত থাকতেই ভালোবাসেন তিনি। 

কাজ না থাকলেই বরং হাঁপিয়ে ওঠেন। তাই জন্মদিনেও একগুচ্ছ কাজ রেখেছেন ইশা সাহা। জন্মদিন নিয়ে কী কী আয়োজন রয়েছে এমন প্রশ্ন করা হলে ভারতীয় গণমাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার টিমের সকলের সঙ্গে দেখা হবে। আমি নিশ্চিত তারা কিছু আয়োজন করে রেখেছে। ওখানে গিয়েই কেক কাটব।’

ইশা বলেন, ‘মা আমার পছন্দের খাবার রান্না করতেন। একটু পায়েস করে দিতেন। একটা কেক কাটা হতো। জন্মদিন পালন বলতে এটুকুই। এর চেয়ে বেশি কিছু কোনও দিনই হতো না।’

অভিনেত্রীর কথায়, ‘সচেতন সেলিব্রেশন থেকে দূরে থাকি, সেটা নয়। আমি মানুষটাই এরকম।’ তবে এ বছর মায়ের কাছে নেই তিনি। তাই মায়ের হাতের পায়েস খাওয়াও হয়নি। তাই পায়েস আর উপহার দু’টোই পাওনা রয়েছে।’

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে টিভি সিরিয়ালে কাজ করেন ইশা। তবে সিনেমায় আত্মপ্রকাশ করেন ২০১৭ সালে ‘প্রজাপতি বিস্কুট’-এর মাধ্যমে। প্রথম সিনেমা দিয়েই সবার ভালোবাসা জিতে নেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘সোয়েটার’ ইত্যাদি সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘কলকাতা চলন্তিকা’ ও ‘কাছের মানুষ’ নামের দুটি সিনেমা।

Post a Comment

নবীনতর পূর্বতন