রাশমিকার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে মহাকুম্ভে গেলেন বিজয় | Latest NEWS

রাশমিকার সঙ্গে বিয়ের গুঞ্জনের মাঝে মহাকুম্ভে গেলেন বিজয় | Latest NEWS


দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের কথা এখন সবারই জানা। এ ব্যাপারে তারা কোনো কথা বলতেই চান না। তবে সবাই জানা যে রূপালি পর্দার রসায়ন বাস্তব জীবনেও গড়িয়েছে। এবার এ তারকা জুটির বিয়ের গুঞ্জনের মাঝে মহাকুম্ভে গেলেন বিজয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ছোট করে কাটা চুল, গলায় রুদ্রাক্ষের মালা, পরনে গেরুয়া ধুতি। এমন রূপে মহাকুম্ভে পুন্যস্নান করতে দেখা যায় অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডাকে। তবে একা নন, অভিনেতা গিয়েছিলেন তার মায়ের সঙ্গে। 

এদিকে নিজের ছবি ‘ছাওয়া’র প্রচারে ব্যস্ত চর্চিত প্রেমিকা রাশমিকা মন্দানা। পাশাপাশি চলছে ‘সিকান্দর’ ছবির শুটিং। তাই মহাকুম্ভে বিজয়ের সঙ্গে দেখা যায়নি তাকে। ইদানীং বিজয়ের পরিবারের সঙ্গেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে। 

বিজয়-রাশমিকা ভাইরাল হওয়া ছবি, ভিডিও দেখে নেটিজেনদের মাঝে গুঞ্জন যে,চলতি বছরেই নাকি চার হাত এক হতে চলেছে। আর মহাকুম্ভ স্নান নাকি তারই সূচনা সংসার জীবনে যাতে কোনও দুষ্ট গ্রহ ছায়া ফেলতে না পারে।

প্রসঙ্গত, গত দুই বছর ধরে রাশমিকা ও বিজয়ের মধ্যে প্রেম নিয়ে চর্চা চলছে। দু’জনকে একসঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতেও দেখা গেছে। তবে কখনোই মুখে স্বীকার করেননি অভিনেত্রী।

Post a Comment

Previous Post Next Post