সম্প্রতি মঞ্চে গান গাওয়ার মাঝে কয়েক নারী অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়ান ভারতের সংগীতশিল্পী উদিত নারায়ণ। জ্যেষ্ঠ এই শিল্পীর এমন উদ্ভট আচরণে ক্ষুব্ধ দর্শক-নেটিজেনরা। এবার তাদের পাশাপাশি বর্ষীয়ান এই শিল্পীকে কটাক্ষ করলেন আরেক সমালোচিত মডেল উরফি জাভেদ।
নারী অনুরাগীদের প্রতি এমন আচরণকে উদিতের বয়সের দোষ হিসেবে অভিহিত করলেন উরফি। তার কথায়, ‘৬৯ বছর হতে চলল উদিত নারায়ণের। এখন তার যে বয়স, এই বয়সে এটাই হয়। ওকে কী করেই বা দোষ দেই?’
কটাক্ষ করার সময় উদিতের গানের লাইন নিয়ে উরফি গুনগুনিয়ে ওঠেন। ‘পাপা কহেতে হ্যায় বড়া নাম কারেগা, সেই গানের লিরিকস বদলে উরফি জাভেদের মন্তব্য, ‘এবার তো দেখছি ছেলে আদিত্য নারায়ণের থেকে বাবাই বড় নাম করে ফেলবে এসব কাজ করে।’
উদিতের ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মঞ্চে ‘টিপ টিপ বরসা পানি’ গাইছিলেন উদিত। দর্শক আসনে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে। অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক নারী অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। আর সেই ভিডিওটিই সামাজিক মাধ্যমে ভাইরাল।
শুধু অনুরাগীরাই নয়, উদিতের এই উদ্ভট কাণ্ডের শিকার শ্রেয়া ঘোষাল, অলকা ইয়াগনিকেরাও। তাদের গালেও একের পর এক চুম্বন এঁকে দিয়েছেন উদিত। আর সেই চুমু দেওয়ার আগে তাদের কারও কাছ থেকে সম্মতিও নেননি উদিত। ফলে অপ্রস্তুত অবস্থায় পড়ে যেতেন গায়িকারা।
Post a Comment