আমিশাকে ঘিরে ধরল ভণ্ড সাধুরা, অতঃপর...| Latest News

আমিশাকে ঘিরে ধরল ভণ্ড সাধুরা, অতঃপর...| Latest News


ভারতে সাধারণদের পাশাপাশি সেলেবরাও গত বুধবার অংশ নেন মহাশিবরাত্রি উদযাপনে। এদিন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলও উদযাপনে অংশ নিতে ছুটে যান মুম্বাই শহরের একটি মন্দিরে। কিন্তু তারকা বলে কথা! মন্দিরে গিয়ে রীতিমতো হুলুস্থুল কাণ্ডের শিকার পঞ্চাশের এই অভিনেত্রী!

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, শিবরাত্রি উপলক্ষ্যে স্নিগ্ধ সাজে জুহুর শিবমন্দিরে গিয়েছিলেন আমিশা প্যাটেল। ‘কাহো না পিয়ার হ্যায়’ অভিনেত্রীকে দেখেই সেলফি, ছবি তোলার ভিড় শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, আমিশা ও সেখানকার পূণ্যার্থীরাও পর্যন্ত মন্দিরের ভেতর প্রবেশ করতে পারছিলেন না। একপর্যায়ে সাধুবেশী তিন-চার জন প্রায় ঘিরে ধরেন অভিনেত্রীকে।

এরপরই আমিশার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সেই সাধুরা। মন্দিরে আগত অপেক্ষারত পূণ্যার্থীদের নিয়ে তাদের ভ্রুক্ষেপও দেখা যায়নি। এদিকে আমিশাও হাসিমুখেই তাদের আবদার মেটাচ্ছেন।

এক পর্যায়ে ভিড় বাড়তে শুরু করলে নিরাপত্তারক্ষীরা ওই সাধুদের প্রায় ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠান নেটিজেনরা।

তাদের একাংশের মন্তব্য, ‘সাধুসন্তদের আবার হিরোইনদের সঙ্গে এত ছবি তোলার কী আছে?’ কেউ বলছেন, ‘অন্য পুণ্যার্থীরা যে লাইনে রয়েছেন পুজো দেওয়ার জন্য, সেদিকে কোনও খেয়াল নেই এই সাধুদের।’ অনেকে আবার ‘ঢঙ্গি বাবা’, ‘ভণ্ড সাধু’ বলে দাগিয়ে দিলেন তাদের।

Post a Comment

Previous Post Next Post