দ্রুত মা হওয়ায় কটাক্ষ, জবাব দিলেন শ্রীময়ী | Latest News

দ্রুত মা হওয়ায় কটাক্ষ, জবাব দিলেন শ্রীময়ী | Latest News


২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন ওপার বাংলার তারকা জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। তারপর মার্চে হয় তাদের সামাজিক বিয়ে; এরপর নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। তারপর বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় এই তারকা জুটিকে। এবার কটাক্ষের বিরুদ্ধে জবাব দিলেন শ্রীময়ী।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলেই বার্তা দেন শ্রীময়ী। জানান, সামাজিক মাধ্যমে যারা কটাক্ষ করেন, তারা ফ্রাস্ট্রেটেড।

শ্রীময়ী বলেন, ‘আমাদের পারফরমেন্সটা নিয়ে ভাবো। যারা এত হিংসা করছে তারা যত বলছে তত আমাদের পারফরমেন্স বাড়ছে।’ এদিন সঙ্গে ছিলেন কাঞ্চনও। অভিনেতা বলে ওঠেন, ‘দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি।’

শুধু তাই নয়, এদিন শ্রীময়ী জানান কাঞ্চন মল্লিকই তাকে চুমু খেতে শিখিয়েছেন। কাঞ্চন হলেন প্যাশনেট কিসার। তার কথায়, ‘কাঞ্চন তো আমাকে গড়েছে। আমি কাঞ্চনের বাধ্য ছাত্রী। এ ব্যাপারে বলো আমি খুব বাধ্য ছাত্রী না?’
সম্প্রতি শ্রীময়ী চট্টরাজ বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাদের আইনি বিয়ের বর্ষপূর্তি উদযাপনের। সেখানে দেখা গেল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে সেলিব্রেট করছেন তারা। বাজি ফাটল, আবার শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদনও করেন কাঞ্চন।


Post a Comment

أحدث أقدم