মঞ্চে গান গাওয়ার মাঝে তরুণীদের চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছেন উদিত নারায়ণ। বর্ষীয়ান শিল্পীর এমন আচরণ নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকে গায়ককে তার বয়স এবং সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন।
এদিকে চুমু কাণ্ডে উদিতকে খোঁচা দিলেন বলিউড পরিচালক তথা ডান্স কোরিওগ্রাফার ফারহা খান। তিনি বলেন, ‘আমার সঙ্গেও উদিতজির মতো করো একটু।’ তবে নেটিজেনদের প্রশ্ন, কার কাছে চুমু চাইতে গিয়ে উদিত নারায়ণকে এভাবে খোঁচা দিলেন ফারহা খান।
ফারহা খানের সঙ্গে সানিয়া মির্জার দারুণ বন্ধুত্ব দীর্ঘদিন ধরেই। মাঝেমধ্যেই তারা আড্ডা দেন। তেমনই এক দুপুরে সম্প্রতি ছেলেকে নিয়ে বলিউড পরিচালকের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সানিয়া মির্জা। মজার কাণ্ড ঘটে সেখানে, ফারহার ব্লগেই সেটা ফাঁস হয়।
সানিয়ার সঙ্গে পরিচালককে রান্না করতেও দেখা যায়। দুপুরের খাবারের পর সানিয়া পুত্র ইজান ফারহার বাড়িতেই খেলছিল। তবে খুদের বল কেড়ে নিয়ে ফারহা চুমুর আবদার করে বসেন। আর সেটা করতে গিয়েই পরিচালককে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে উদিতজির মতো করো, আমাকে একটা চুমু খাও।’
প্রসঙ্গত, চুমু কাণ্ডের কারণে নতুন করে চর্চার শিরোনামে প্রবীণ শিল্পী উদিত নারায়ণ। এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে উদিত নারায়ণ। গাইছেন, ‘টিপ টিপ বরসা পানি।’ দর্শকাসনে বসে থাকা ভক্তদের মধ্যে উন্মাদনা তখন তুঙ্গে।
অনুরাগীদের সঙ্গে সেলফিও তুলছিলেন শিল্পী। সেই ফাঁকে এক মহিলা অনুরাগীর ঠোঁটে চুম্বন করে বসলেন শিল্পী। সেলফি তুলতে গিয়ে চুম্বনে কিছুটা অপ্রস্তুতে পড়েন তরুণী। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যায়। বিতর্কের মধ্যেই আরেকটি ভিডিও ভাইরাল হয়, সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি করেন তিনি।
إرسال تعليق