হিনাকে নিয়ে বিরূপ মন্তব্য : প্রাণনাশের হুমকি রোজলিনকে | Latest News

হিনাকে নিয়ে বিরূপ মন্তব্য : প্রাণনাশের হুমকি রোজলিনকে | Latest News


ক্যান্সারে আক্রান্ত হওয়ার ভান করছেন হিনা খান। কিছুদিন আগেই এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন আরেক অভিনেত্রী রোজলিন খান। তিনি নিজেও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। 

প্রচারের আলোয় থাকতেই নাকি ‘বিগবস’ খ্যাত অভিনেত্রী ক্যান্সার আক্রান্ত হওয়ার ভান করছেন, এই দাবি করার পরেই হিনার পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে খুনের হুমকি পাচ্ছেন রোজলিন।

এক সাক্ষাৎকারে রোজলিন বলেন, ‘আমার কাছে অসংখ্য হুমকির ফোন আসছে যা আমাকে বিপর্যস্ত করে তুলেছে। ফোন করে রীতিমতো আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি চুপ না করলে পরিণতি খুব খারাপ হবে, এসব বলা হচ্ছে।’

তার কথায়, ‘এছাড়াও নোংরা নামে আমাকে সম্বোধন করা হচ্ছে, ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। এমন হুমকিও দেওয়া হচ্ছে, আমার উপর অ্যাসিড নিক্ষেপ করা হবে। এই ক’দিনে আমি সব রকমের হুমকি পেয়ে গিয়েছি। আমি আর সহ্য করতে পারছি না।

সরাসরি দাবি না করলেও, রোজলিনের অনুমান এই হুমকি আসছে হিনার পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে। এই পরিস্থিতিতে মানসিক ভাবেও ভেঙে পড়েছেন বলে দাবি করেছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post