বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন গোবিন্দর স্ত্রী সুনীতা | Latest News

বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন গোবিন্দর স্ত্রী সুনীতা | Latest News


বলিউড অভিনেতা গোবিন্দকে নিয়ে কথা বলার সময় কখনও রাখঢাক নেই অভিনেতার স্ত্রী সুনীতা আহুজার। চলতি বছরের শুরুতেই তিনি জানিয়েছিলেন, স্বামী গোবিন্দার থেকে আলাদা থাকেন সুনীতা।

এ বক্তব্যের পর নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা অনেকেই ভাবছেন তাদের বিচ্ছেদ হয়ে যাবে। এবার এই প্রসঙ্গে  মুখ খুললেন সুনীতা। তবে এখন তিনি এই গুজব উড়িয়ে বলেছেন, কেউ তাকে এবং গোবিন্দাকে আলাদা করতে পারবেন না।

এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘এই পৃথিবীতে কেউ আমাকে আর গোবিন্দকে আলাদা করতে পারবেন না। আমাদের মধ্যে মজা এবং রসিকতা চলতেই থাকে। 

তার কথায়, ‘এমন প্রচুর লোক আছেন, যারা আমাদের ঘর ভাঙতে চান। কিন্তু আমি কিছুতেই ঘর ভাঙতে দেব না। আমি সেই লোকেদের কিছুতেই জিততে দেব না। জয় শুধু আমারই হবে। এর কারণ, সাঁইবাবা আমার সঙ্গে আছেন।’

সুনীতা সমালোচকদের নিজের স্বামীদের খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। যে যার স্বামীকে নিজেদের হাতে রাখতেও অনুরোধ করেছেন। অন্যের জীবন নিয়ে এত চিন্তা না করাই ভালো বলে মনে করেন তিনি। 

Post a Comment

Previous Post Next Post