ডাইনি’ হয়ে আসছেন মিমি, দেখতে মুখিয়ে আছেন শুভশ্রী | Latest News

ডাইনি’ হয়ে আসছেন মিমি, দেখতে মুখিয়ে আছেন শুভশ্রী | Latest News

সকাল সকাল বড় ঘোষণা। অভিনেত্রী মিমি চক্রবর্তী আসছেন 'ডাইনি' হয়ে! গত বছরের মাঝামাঝিই খবরটা এসেছিল। তবে মঙ্গলবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ্যে এলো 'ডাইনি' মিমির ফার্স্ট লুক।

হইচইয়ের তরফ থেকে সেই খবর সামনে আসতেই মিমির বান্ধবী শুভশ্রী গাঙ্গুলী যেন বেজায় খুশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখলেন, 'লুকিং ফরওয়ার্ড'। অর্থাৎ এই সিরিজ দেখার জন্য মুখিয়ে আছেন তিনি। 

শুভশ্রীর সেই পোস্টে পাল্টা উত্তর দিয়েছেন মিমিও। অভিনেত্রীকে ভালোবাসার ইমোজি শেয়ার দিয়ে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি।

মিমির নতুন এই সিরিজের পরিচালক নির্ঝর মিত্র। যেখানে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাসও। আগামী ১৪ মার্চ ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাবে সিরিজটি।

এদিকে নিজের জন্মদিন বন্ধুদের সঙ্গেই পালন করছেন মিমি। রাত বারোটা বাজতেই কেক নিয়ে হাজির তার কাছের মানুষেরা। 

যদিও বছর খানেক আগে ইন্ডাস্ট্রি উত্তাল হয়েছিল রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ প্রেমের কাহিনীতে। জল গড়িয়েছিল বহুদূর। বিনিদ্র রাত, রাজের কান্না, মিমির অন্য সম্পর্ক...সবকিছু মিলিয়ে সরগরম ছিল টলিউড।

তবে এখন সব শান্ত। দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রী সংসার করছেন। অন্যদিকে মিমিও প্রাক্তন রাজকে ভুলে নিজের জীবনে কাজ নিয়ে ব্যস্ত হয়েছেন। 


Post a Comment

أحدث أقدم