জুটি বাঁধছেন শুভাঙ্কি-আরিয়ান, থাকছে চমক | Latest News

জুটি বাঁধছেন শুভাঙ্কি-আরিয়ান, থাকছে চমক | Latest News


ওপার বাংলার পরিচালক দ্বৈপায়ন এম পরিচালিত থ্রিলার ছবি ‘স্লেয়ার’ এ জুটি বাঁধছেন শুভাঙ্কি ধর ও আরিয়ান ভৌমিক। ‘স্লেয়ার’ একটি নারীকেন্দ্রিক সাইকোলজিক্যাল থ্রিলার। 

দ্বৈপায়ন এম ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এই ছবিতে শুভাঙ্কি ও আরিয়ানের নতুন জুটি দর্শকদের উপহার দিতে চাই। ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

একজন ডাক্তারের জীবনের উপর ভিত্তি করে তৈরি এ ছবি। কীভাবে তার জীবন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর কঠিন মোড় নেয়, সে কথাই বলবে এই ছবি। প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শুভাঙ্কি ধর। তাকে টেলিভিশনে অভিনয় করতে দেখা গেছে এর আগে। 

তবে এটাই শুভাঙ্কির প্রথম ছবি। সেই পথে তিনি জুটি বাঁধছেন আরিয়ান ভৌমিকের সঙ্গে। তাদের জুটি দর্শকদের কেমন পছন্দ হয় সেটাও দেখার বিষয়। কিছুদিনের মধ্যেই এই ছবির শুটিং শুরু হবে। 

এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে- সুপ্রিয় দত্ত, সুশান্ত দে, সৌরভ ভট্টাচার্য ও অন্যান্যকে। 

Post a Comment

أحدث أقدم