সেই বিতর্কিত রণবীরের পাশে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত | Latest News

সেই বিতর্কিত রণবীরের পাশে দাঁড়ালেন রাখি সাওয়ান্ত | Latest News

সময় রায়নার শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ মা-বাবাকে নিয়ে অশ্লীল মন্তব্যের জেরে বিতর্কে জড়ান রণবীর এলাহাবাদিয়া নামের এক ইউটিউবার। এ ঘটনায় রণবীর ও সময়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সেই অনুষ্ঠানে আসা অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ।

শুধু তাই নয়, রণবীর এলাহাবাদিয়া ও সময় রায়নার বিতর্কিত মন্তব্যের তদন্তে সমন পাঠানো হয়েছিল বলিউডের চর্চিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের কাছেও। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। পাল্টা নানা অনুযোগ রেখে ক্ষোভ উগরে দেন। সূত্রের খবর, তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস মিলেছে রাখির পক্ষ থেকে।

এক বার্তায় রাখি বলেন, ‘যে সব ধর্ষণ মামলা পাঁচ থেকে ১০ বছর ধরে জমে রয়েছে সেগুলোর কথা ভাবুন। সেই মেয়েদের মা-বাবার মনের অবস্থাটা বুঝুন। দোষীদের শাস্তি দিন। আমরা কোনো অন্যায় করিনি।’

এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছেন রাখি। সে কারণে ভিডিও কলের মাধ্যমে বয়ান দেবেন বলে জানিয়েছিলেন তিনি। বলেছেন, ‘এখন আমি দুবাইয়ে থাকি। হাতে কাজও নেই। টাকা পয়সা খরচ করার সামর্থ্যও নেই। যদি আমাকে ভিডিও কল করেন তাহলে আমি সবটা বলে দেব। আমি একজন আর্টিস্ট। টাকা দিয়ে আমাকে শো-এ নিয়ে গেছে, সাক্ষাৎকার দিয়েছি- ব্যাস। আমি তো কোনও অশ্লীল মন্তব্য করিনি। সমন পাঠিয়ে কোনো লাভই হবে না। এক পয়সাও দিতে পারব না; আমি ভিখারি।

‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, ‘বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও একবার যোগ দিয়ে তাদের সঙ্গম বন্ধ করতে উদ্যত হবে?’ এই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েন রণবীর। বিতর্কের আবহে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। জানিয়েছিলেন, ‘কমেডি’ সম্পর্কে তার কোনো ধারণাই নেই।

Post a Comment

Previous Post Next Post