প্রযোজক শর্ত দিতেন, বিয়ে করে মা হওয়া যাবে না | Latest News

প্রযোজক শর্ত দিতেন, বিয়ে করে মা হওয়া যাবে না | Latest News


২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি 'রকি অউর রানি কী প্রেম কাহিনি'। করণ জোহরের পরিচালিত এই ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেও খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী শিবা আকাশদীপ সাবির। 

কারণ ছবিতে তার গালে চুমু খেয়েছিলেন নব্বই ছুঁইছুঁই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র! যে দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়াতে।

১৯৯১ সালে সুনীল দত্তর পরিচালনায় 'ইয়ে আগ কাব বুজেগি' ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন শিবা। এই সিনেমায় সুনীল দত্ত এবং রেখাও ছিলেন। 

তবে দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে সম্প্রতি এক মন্তব্য করে আলোচনার সৃষ্টি করলেন তিনি। মুম্বাই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অতীতে অভিনেত্রীদের সঙ্গে হওয়া অবিচার নিয়ে মুখ খুলেছেন শিবা। 

যেখানে অভিনেত্রী বলেন, ‘এখন যুগ বদলেছে। আমাদের সময় নায়িকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু ছিল না। তাদের প্রেমিক থাকা চলবে না, থাকলে কাজ পাওয়া খুব মুশকিলের ব্যাপার ছিল।’

এরপর প্রযোজকদের কাণ্ড তুলে ধরে শিবা বলেন, ‘তখন তো প্রযোজকরা শর্ত দিতেন, অভিনেত্রী হতে গেলে বিয়ে করা যাবে না। মা হওয়া তো দূরের প্রসঙ্গ।’

তিনি আরও বলেন, ‘নায়িকারা পর্দায় যে নায়কের সঙ্গে রোম্যান্স করছেন তা যেন আসল মনে হয়। যা নাকি বাস্তবে অন্য কারওর সঙ্গে সম্পর্কে থাকলে হবে না। এমন সব অদ্ভূত দাবি করতেন প্রযোজকরা। তার মধ্যেও লড়াই করে অনেকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাদের সাধুবাদ জানাই।’

Post a Comment

নবীনতর পূর্বতন