‘গাজনি’ সিনেমায় অভিনয় করে বক্স অফিসে রেকর্ড তৈরির পাশাপাশি অসংখ্য অনুরাগীদের হৃদয় জিতেছিলেন আমির খান। এক কথায়, ব্যাপক সাফল্য পায় ছবিটি।
তবে জানেন কি এই ছবির জন্য পরিচালক এ আর মুরুগাদোসের প্রথম পছন্দ ছিলেন সালমান খান? তবে শেষপর্যন্ত কীভাবে এই ছবিতে মুখ্যচরিত্রে সুযোগ পেয়েছিলেন ‘মি. পারফেকশনিস্ট’?
এক সাক্ষাৎকারে এ আর মুরুগাদোস জানিয়েছিলেন, সালমান যে অ্যাকশন ছবিতে সিদ্ধহস্ত, সে কথা তখন সর্বজনবিদিত। তাই ‘গাজনি’তে সালমান যদি অভিনয়ও করতেন তা যতোই ভালো হোক, দর্শকের কাছে সেই ছবি সালমানের আরও একটি অ্যাকশন ছবি হিসাবেই গণ্য হতো। সেখানে আমির খান যদি এই চরিত্র করেন তাহলে তা যেমন চমকে দেওয়া হবে দর্শককে, পাশাপাশি আমিরের অভিনয়ের নতুন একটি দিকও উন্মোচন হবে। এই ভাবনা থেকেই সালমান নয়, আমিরকে গাজিনি র জন্য বেছে নিয়েছিলেন পরিচালক।
অবশ্য এই বিষয়ে ‘গাজনি’ ছবিখ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াতের মন্তব্য ভিন্ন। ‘গাজনি’তে তিনি-ই ছিলেন প্রধান খলনায়ক। মুম্বাই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘পরিচালক প্রথমে আমিরকে বেছে নেননি। চরিত্রের খাতিরে তার প্রথম পছন্দ ছিল সালমান। আর সালমানের রগচটা স্বভাবের কথা আমি জানতাম। তার উপর এই কাজটা যে সময়ে হয়েছিল সেই সময় পরিচালক হিন্দি বা ইংরেজি ভাষা জানতেন না। তাই সালমান খানের মত এত বড় একজন সুপারস্টারকে শুটিংয়ের দৃশ্য বোঝাতে অসুবিধা হতে পারত। এতে সালমান যদি মেজাজ হারাতেন তাহলে ছবিটাই হয়তো এগোতো না।
প্রদীপ আরও বলেন, ‘আমির ভালো মানুষ, স্বভাবেও ভীষণ নম্র, সংযত। আমি কোনওদিন তাকে কারওর সঙ্গে চিৎকার করে কথা বলতে দেখিনি, শুনিওনি। কাউকে অসম্মান করতে দেখিনি। তাই সব মিলিয়ে আমির এই চরিত্রের জন্য সেরা ছিল বলে আজও মনে করি।’
তবে ‘গাজনি’ করা না হলেও, এ আর মুরুগাদোসের আসন্ন ছবি ‘সিকান্দার’-এর নায়ক হচ্ছেন সালমান। এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশ্মিকা মন্দনাকে। চলতি বছরের ঈদে মুক্তি পাবে ‘সিকান্দার’।
একটি মন্তব্য পোস্ট করুন