সুনীতাকে বুঝতে হবে, দিব্যাকে দেখে নিজেকে সামলানো কঠিন: গোবিন্দ | Latest News

সুনীতাকে বুঝতে হবে, দিব্যাকে দেখে নিজেকে সামলানো কঠিন: গোবিন্দ | Latest News


৩৭ বছরের বৈবাহিক সম্পর্কে নাকি বিচ্ছেদ ঘটেছে গোবিন্দ-সুনীতা আহুজার। সূত্রের খবর, সম্পর্ক শেষ হয়ে যাওয়ার নেপথ্যে কোনও তৃতীয় ব্যক্তি নয়। বরং দু'জনের মতের অমিল, জীবনযাত্রায় মিল না থাকার কারণেই এই সিদ্ধান্তে এসেছেন তারা।

এমন এক খবরে স্বাভাবিকভাবেই বলিউড অভিনেতা গোবিন্দর নাম বারবার উঠে আসছে শিরোনামের। তবে অভিনেতার আইনজীবী ললিত বিন্দাল এক সাক্ষাৎকারে জানান, সুনীতা ৬ মাস আগে ডিভোর্সের আবেদন করেছিলেন ঠিকই কিন্তু এখন তাদের বিবাদের অবসান হয়েছে। বর্তমানে দুজনেই একসঙ্গেই থাকছেন।

এরইমধ্যে গোবিন্দর পুরো নো এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আগামীকাল কী হবে, কে জানে, আমি আবারও সম্পর্কে জড়িয়ে পড়তে পারি, আর আমি হয়তো তাকে বিয়েও করে ফেলতে পারি। সুনীতারও এর জন্য প্রস্তুত থাকা প্রয়োজন। তখনই আমি স্বাধীন হতে পারব। আর আমার রাশিফল দ্বিতীয়বার বিয়ের সম্ভাবনা রয়েছে!’

এখানেই থামেননি গোবিন্দ। এরপর তিনি দিব্যা ভারতী সম্পর্কে কথা বলতে গিয়ে  অভিনেত্রীকে ‘সেনসুয়াস’ বলে মন্তব্য করেন। তখন দিব্যার বয়স ছিল মাত্র ১৭ বছর। পাশাপাশি হিন্দি সিনেমায় সুপারস্টার হওয়ার পথে ছিলেন। 

গোবিন্দ বলেন, ‘আমি ভাগ্যে বিশ্বাস করি। যা ঘটার তাই ঘটবে। হ্যাঁ, আমি জুহিকে পছন্দ করি। এমনকি দিব্যা ভারতীকেও। কারণ দিব্যা খুবই সেনসুয়াস মেয়ে। তার থেকে একজন পুরুষের পক্ষে নিজেকে সামলে রাখা কঠিন। আমি জানি, সুনীতা এসব নিয়ে খুব বিরক্তও হবে। কিন্তু তারও জানা উচিত, যে আমি এখনও দিব্যার থেকে নিজেকে সামলে রেখেছি। এমনকি কোনো প্রলোভনেও পা দেইনি।’

অভিনেতার এই ভিডিও ভাইরাল হতেই সুনীতা আহুজার ম্যানেজারের মন্তব্যও প্রকাশ্যে এসেছে। যেখানে তাকে বলতে শোনা গেছে, আপাতত বিচ্ছেদ হচ্ছে না গোবিন্দ ও সুনীতার। 

এর আগে, অভিনেতার ম্যানেজার শশী সিনহা সাক্ষাৎকারে বলেন, ‘সুনীতা সাম্প্রতিক সাক্ষাৎকারে যা কিছু বলেছেন তার ফলেই এই গুজবের শুরু হয়। তিনি হয়তো একটু বেশিই বলেছেন। আর আপনি জানেন গোবিন্দ, স্যারের... একটা দ্বন্দ্ব রয়েছে।’ 

গোবিন্দা একই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এগুলো শুধুমাত্র ব্যবসার জন্য হচ্ছে...আমি ছবি শুরু করার প্রক্রিয়ায় রয়েছি। বর্তমানে এসব নিয়েই ব্যস্ত আছি।’

Post a Comment

নবীনতর পূর্বতন