সৌরভের বায়োপিক চরিত্রে রাজকুমার রাও | Latest News

সৌরভের বায়োপিক চরিত্রে রাজকুমার রাও | Latest News


সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে ক্রীড়া ও সিনেপ্রেমীদের মধ্যে আগ্রহের অন্ত নেই। অনেক দিন থেকেই সৌরভের বায়োপিকে অভিনয় নিয়ে শোনা যাচ্ছে একাধিক নাম। 
কখনও আয়ুষ্মান খুরানা, কখনও রণবীর কাপুর, কখনও আবার রাজকুমার রাও, একাধিক অভিনেতার নাম উঠে এসেছে বায়োপিকে সৌরভের চরিত্রের জন্য।

তবে সম্প্রতি সৌরভের বায়োপিকের জন্য রাজকুমার রাওয়ে নামটিই নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। সত্যিই কি রাজকুমার অভিনয় করবেন? এবার এবিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সৌরভ। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি যা শুনেছি, রাজকুমার রাও এই চরিত্রে (নাম ভূমিকায়) অভিনয় করবেন । তবে তারিখ নিয়ে সমস্যা আছে। আর তাই এই ছবিটি তৈরি হতে এখনও বছর খানেক সময় লাগবে।’

তবে সৌরভ নিজে তার চরিত্রে কাকে দেখতে চেয়েছিলেন? এই প্রশ্নে সৌরভের ভাষ্য, ‘আমার রাজকুমার রাওকে ভীষণ পছন্দ।’ আর ডোনার চরিত্রে কাকে দেখা যাবে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ডিফিকাল্ট ক্যারেক্টার। অনেক অপশান আছে, তবে বেছে উঠতে পারিনি।


Post a Comment

Previous Post Next Post