দেনা পাওনার হিসাব কি মিলবে? | Latest News

দেনা পাওনার হিসাব কি মিলবে? | Latest News


দর্শকমহলে সাড়া ফেলেছে কেএম সোহাগ রানা পরিচালিত ফ্যামিলি ড্রামা সিরিয়াল ‘দেনা পাওনা’। সিনেমাওয়ালার প্রযোজনায় নির্মিত এ নাটক শুরু থেকে প্রতিটি পর্বই দর্শকদের আকর্ষণ কেড়েছে।

ফ্যামিলি সেন্টিমেন্টের গল্পে ‘দেনা পাওনা’র বিভিন্ন ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে নেটিজেনরাও এ নাটক দেখার আগ্রহ পাচ্ছে। এ নাটকে রয়েছে সুস্থ সংস্কৃতি।

পরিচালক সোহাগ গণমাধ্যমকে নাটকের বিষয়ে বলেন, আমাদের চারপাশের পরিবারের মধ্যে যা কিছু হচ্ছে, সেখান থেকে সুখ-দুঃখ, ভালো-মন্দ, ক্রাইসিস সম্পর্কগুলো এ নাটকে তুলে ধরা হয়েছে। পারিবারিক গল্পগুলো দর্শকরা খুব সহজেই কানেক্ট করেছেন। 

ইতোমধ্যে নাটকটির ২৬ তম পর্ব প্রকাশিত হয়েছে। প্রতি মঙ্গলবার ও বুধবার দুপুরে সিনেমাওয়ালার ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্ম থেকে মিলিয়ন মিলিয়ন দর্শক এ নাটকটি উপভোগ করছেন।

প্রসঙ্গত, এ নাটকের বিভিন্ন চরিত্রে আছেন শহিদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, মনিরা মিঠু, ডাক্তার এজাজ, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, এমএনইউ রাজু, এবি রোকন, অনিক প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post