প্রতারণার ফাঁদে অভিনেত্রী মাধুরিমা | Latest News

প্রতারণার ফাঁদে অভিনেত্রী মাধুরিমা | Latest News


ওপার বাংলার অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী। গত সপ্তাহে বোনের সঙ্গে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। একটি বিলাসবহুল হোটেল বুক করতে চেয়েছিলেন অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেটে দু’টি নম্বর দেওয়া ছিল। মাধুরিমা সেই নম্বরেই বুকিংয়ের টাকা পাঠান। তারপরেই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।

অভিনেত্রী মাধুমিরার কথায়, ‘আমাকে একটা স্ক্যানার পাঠানো হয়। ওই নম্বরে টাকা পাঠাতেই দেখলাম আমাকে ব্লক করে দেওয়া হল। নম্বরটাই মুছে দেওয়া হয়। পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানিয়ে যোগাযোগ করলে তারা দাবি করেন মোবাইল নম্বর দু’টি তাদের নয়।’ 

অভিনেত্রীর দাবি, হোটেল ভাড়া বাবদ যে টাকাটি তিনি পাঠিয়েছিলেন, শুধু সেটুকুই খোয়া গেছে। ব্যাংক থেকে তার বেশি টাকা এখনও হাতিয়ে নিতে পারেনি প্রতারক।

এ বিষয়ে অবশ্য পুলিশে লিখিত কোনও অভিযোগ দায়ের করেননি মাধুরিমা। তিনি বলেন, ‘পরিচিত সূত্রেই জানতে পারলাম, দিল্লিতে এই ধরনের প্রতারণা এখন বেড়েছে। পুলিশে অভিযোগ জানিয়েও নাকি বেশির ভাগ সময়েই হারানো টাকা ফেরত পাওয়া যায় না। আমি একটু বেড়াতে যেতে চেয়েছিলাম, এভাবে ঝামেলায় জড়াতে নয়।’

Post a Comment

Previous Post Next Post