বলিউডে সবচেয়ে দামি বাড়ি কোন তারকার জেনে নিন | Latest News

বলিউডে সবচেয়ে দামি বাড়ি কোন তারকার জেনে নিন | Latest News


মুম্বাই শহরের অন্যতম আকর্ষণ বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি মান্নাত, যার আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা। এই  বিলাসবহুল বাড়ির দাম যে আকাশছোঁয়া, তা বলার অপেক্ষা রাখে না। তাই আরব সাগরের তীরের এই শহরে ভক্ত-অনুরাগীরা বেড়াতে গেলেই ঢুঁ মারেন মান্নাতের সামনে। 

অন্যদিকে বলি শাহেনশাহ অমিতাভ বচ্চনের জলসা বাড়িটিও বেশ আকর্ষণীয়, যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। আর বিগবিকে এ বাড়ির সামনে এক ঝলক দেখার জন্য প্রতি দিন ভিড় জমান অসংখ্য ভক্ত-অনুরাগী। এ ছাড়া যেসব বলি তারকার বাড়ি রয়েছে, তাদের প্রায় ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকার মধ্যে। কিন্তু এ সবকিছুই ছাড়িয়ে গেছেন অন্য এক তারকার বাড়ি। কে সে?

বাড়ি মূল্যের নিরিখে শাহরুখ কিংবা অমিতাভকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন সেই তারকা। যার কারণ মান্নতের ২০০ কোটি আর জলসার ১০০ কোটি টাকা—যে অভিনেতা পেছনে ফেলে দিয়েছেন, তিনি হচ্ছেন— পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান, যার বাড়ির মূল্য ৮০০ কোটি টাকা।

এটি শুধু বাড়ি নয়, বলা যায় রাজপ্রাসাদ—‘পতৌদি প্যালেস’। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত ‘পতৌদি প্যালেস’। ভারতের সাবেক ক্রিকেটার নবাব ইফতিকার আলি খান পতৌদি বানিয়েছিলেন ‘পতৌদি প্যালেস’। ইফতিকার সম্পর্কে সাইফের ঠাকুরদা পতৌদি নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সাইফ ও তার পরিবারের।

উল্লেখ্য, ১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতিকর আলি। সেই সময় তিনি ভেবেছিলেন, তাদের পুরোনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়। তাই এই ‘পতৌদি প্যালেস’ তৈরি করেছিলেন তিনি। প্রায়ই এই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই পুত্র তৈমুর ও জেহর সঙ্গে সময় কাটান সাইফ। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান এবং সাইফের দুই বোন সাবা আলি খান ও সোহা আলি খানও।


Post a Comment

Previous Post Next Post