মীর আফসার আলী তার ৫০ তম জন্মদিনটা কলকাতায় পালন করে ছুটে গেছেন দিল্লিতে ব্রিটিশ পপস্টার এড শিরানের কনসার্টে। আর সেই ‘হ্যাংওভার’ কাটিয়েই রবিবাসরীয় দুপুরে একগুচ্ছ ছবিসহ বিশেষ অনুভূতি সামামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে গুরগাঁওয়ের লেজার ভ্যালি পার্কে ছিল এড শিরানের কনসার্ট। সেখানেই পৌঁছে গিয়েছিলেন মীর আফসার আলী। দিন দুই আগেই ছিল মীরের জন্মদিনও। আর বিশেষ দিন বিশেষভাবে উদযাপনের জন্যই তিনি ব্রিটিশ পপস্টারের শো-এর সাক্ষী থাকতে পৌঁছে গিয়েছিলেন তিনি গুরগাঁওয়ে।
ভিড়ের মাঝে দাঁড়িয়ে শিরানকে নিয়ে শ্রোতা-অনুরাগীদের উন্মাদনার সাক্ষী হয়ে রইলেন তিনিও। শনিবার সন্ধ্যেবেলার সেই ম্যাজিক্যাল মুহূর্তই মীর নেটিজেনদের মাঝে তুলে ধরেছেন। অভিনেতা তথা সঞ্চালক জানালেন, তার পরিবারের তরফেই উপহার হিসেবে তাকে এড শিরানের দিল্লির কনসার্টে পাঠানো হয়েছে। অতঃপর মীরের ৫০তম জন্মদিন যে স্মরণীয় হয়ে রইল, তা বলাই বাহুল্য।
শনিবার দিল্লির কনসার্ট দিয়েই এড শিরান তার এবারের ভারত ‘ম্যাথেমেটিকস ট্যুর’ শেষ করলেন। এবছর মিউজিক্যাল ট্যুরে এসে একের পর এক রঙিন মুহূর্ত তৈরি করেছেন শিরান। কখনও শিলংয়ে জন আব্রাহামের সঙ্গে আড্ডা কখনও কলকাতা নেমেই জিয়াগঞ্জে ছুটে গিয়ে অরিজিৎ সিংয়ের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি রাতে স্কুটিতে চড়ে মুর্শিদাবাদের অলিগলি ঘোরা।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে চর্চার শিরোনামে থেকেছেন ব্রিটিশ পপস্টার। শনিবারের কনসার্টে আরও একবার নিজের মানবিক আচরণে নেটিজেনদের মন জয় করেছেন ব্রিটিশ পপতারকা। কনসার্ট চলাকালীন অজ্ঞান হয়ে যাওয়া এক শ্রোতা-অনুরাগীর জন্য তিনি যা করলেন, সেই ক্যামেরাবন্দি মুহূর্ত রাতারাতি ভাইরাল। সাক্ষী অনুরাগীদের ভিড়ে মজে থাকা মীরও।
إرسال تعليق